গদ্য কবিতা-১০
- কাজী ফাতেমা ছবি
১০। উর্ধ্বমূখী শুয়ে ভাবনার বেড়াজালে আবদ্ধ-কি আছে জীবনে! কেবল এক বুক হতাশা আর দারিদ্যতা, তবু আমাদের জীবন থেমে নেই। দু দন্ড শান্তি নিতে, খোলা হাওয়ায় নিকোটিনে ঠোঁট ছুঁয়াই, বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলে উঠি-ভাল আছি খুব ভাল আছি। দু-বেলার আহার সে জুটে যাবে-বিশ্বাস উপরওয়ালার,যিনি দিয়েছেন মুখ-ভরসা রাখি তার উপর। কেটে যাক জীবন ছন্নছাড়া-যাই চলে যাই উচ্ছন্নে, যতদিন নিঃশ্বাসে আছি বাঁচি স্বাধীনতায় খোলা হাওয়ায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৫:৩১
০৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।