উদাল_ফুল
- কাজী ফাতেমা ছবি

দে রাঙ্গিয়ে বন্ধু আমায়-উদাল ফুলের মালায়
আয় নিয়ে উদাল ফুল সব- সাজিয়ে প্রেম ডালায়!
নাকফুল আমায় দিবি গড়ে-হলুদ উদাল ফুলে
ডাল ভেঙে নিস ফুলের গুচ্ছ-যাস্ না আবার ভুলে।
উদাল ফুলে সাজবো আজি- দুদ্যেল দুলে কানে
থোকা থোকা ফুল দেখে যে-মুগ্ধতা এই প্রাণে।


০৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।