গোলাপ কাব্য ৫-৭
- কাজী ফাতেমা ছবি
৫্। লাল গোলাপের একটি গুচ্ছ, দেবে এনে আমায়, গোলাপ রঙ তুলিতে কিছু সুখ এঁকে দেবে আমার জামায়?
৬। হাতে করে নিয়ে এসো লাল গোলাপের চারা, ঝুল বারান্দায় লাগাবো চুপ, ঘ্রাণে পাগলপাড়া।
৭। হলুদ শাড়ি হলুদ চুড়ি, হলুদ চুলের ফিতা, ও বন্ধুরে হবি নাকি আমার প্রাণের মিতা?
খোঁপায় দিবি হলুদ রঙে গোলাপ ঝুলিয়ে, রাখবি আমায় আপন করে প্রেমে ভুলিয়ে?
১০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।