কাব্য কণা (৪৫-৪৬)
- কাজী ফাতেমা ছবি
৪৫। নীল ঢাকা মেঘের চাদরে-বৃষ্টি'রা উঁকি মারে ক্ষণে ক্ষণে,
গোধুলী রঙ ছিনিয়ে নিয়ে মেঘরা হাসে,
আমিও হাসি কেননা এমন মিষ্টি রাত আমিও ভালবাসি।
৪৬। নীলে নীল বুকের সবুজ জমিন
বর্ষায় যদি হয় চৈত্রের খরা
তবে সেথায় প্রেম বীজ বুনব কী করে!
শ্রাবণ হও
এবার মন জমিনে!
আগাছা নয়,অপরাজিতা হয়ে এসো।
১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।