=মাফ করো প্রভু গুনাহ্ আমার=
- কাজী ফাতেমা ছবি

রঙধনু সাত রঙ আকাশে মেঘেদের মেলা
রোদ্দুর ভাসায় নীল জলে তার খেয়ালি ভেলা,
পুড়ে যাওয়া দেহ নিয়ে বসে পড়ি গাছের ছায়ায়
নীল সামিয়ানা টানানো আকাশ, টানে না কাছে তার মায়ায়।
ঝকঝকে আলোয় রোদ্দুর হেসে খেলে দিন করে পার
তাপের ভারে ফেটে যায় থার্মোমিটার, সাহস আর হয় না
দেহের তাপ মাপার।
বিতৃষ্ণার আলিঙ্গনে পড়েছি আটকা এবেলা, বড্ড হাঁসফাঁস ক্ষণ
প্রকৃতির বিরূপ চাহনি, সূর্যের তীব্র ভ্রুকুটি-ভাল নয় এ লক্ষণ!
ক্ষমা করে দাও প্রভু তোমার এ বান্দার গুনাহ
বৃষ্টি ঝরিয়ে দাও শান্তি,
চাইছি কেবল তোমার পানাহ।
July 21, 2018

স্যামসাং এস নাইন প্লাস দিয়ে তোলা ছবিগুলো
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫০


১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।