যেমন খুশি তেমন সাজো
- প্রসূন গোস্বামী

শুনেছি এ বঙ্গভূমে এক নব লীলা,—
যেমন খুশি তেমন সাজো, ঘোর কলি এ কী এলা!
নারীকুলও নামে আজি ডাকাতির বেশে,
দশ জন ধরা পরে, আট জন তাদেরি সে দলে মেশে।
বয়সের ভেদ নাই, যে যেমন পারে,
অপরাধের স্রোতে ভেসে যায় অকূলে আঁধারে।
সবই ঠিক ছিল, যদি না করিত তারা এক ছল,—
মুসলমান হয়েও সিঁথেয় পরেছে সিঁদুর, এ কেমন কৌশল!
হিন্দু সেজে ডাকাতি, এ কেমন প্রপঞ্চ বিস্তার,
ধর্মের আবরণে লুকানো ঘোর অন্ধকার।
চারিদিকে শুধু আজ "যেমন খুশি তেমন সাজো"র ধুম,
নীতি-ধর্ম দূরে থাক, শুধু স্বার্থের অন্বেষণ সুতীব্র, নিৰ্ঘুম।
এ কেমন রঙ্গমঞ্চ, এ কেমন নাটকের পালা,
যে যেখানে যেমন পারে, সাজে সে তেমন বেশ, নাহি মানে কোনো বাধা।


০১-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।