ঘোলাটে পৃথিবী
- মুহাম্মাদ শরিফ হোসাইন
পৃথিবী কেন,এতো ঘোলাটে?
সাধু বললো,কেও স্বচ্ছ করবে বলে।
আমি বলেছি,কেও কি জানে স্বচ্ছতা কিসে আসে?
তিনি বলেন,কিছু মন এক হলে
স্বচ্ছতা তারা পাবে।
আমি বললাম,উপরতলার মানুষগুলো পাল্টাবে কিসে?
তিনি বললেন,তারাতো পাল্টেই আছে
কেও শুধু ভাঁজটা উল্টাবে।
মাঝে মাঝে সব মায়া ছেঁড়ে
শুধু স্বপ্নে-স্বপ্নে হাত বুলাবে।
স্বপ্ন...স্বপ্ন...স্বপ্ন,আজ কতো দূরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।