কৃষ্ণচূড়ার লালে
- অথই মিষ্টি

কৃষ্ণচূড়ার লালে
হৃদয় ঘরে সাজাবো তোমায়
পুনরায় কাছে এলে

কেন তুমি দূরে যাও হায়
আমায় না বলে
হৃদয় আমার মাতাল হয়
তোমায় কাছে না পেলে

আচ্ছা, তাই কি চাও তুমি
তুমি ছাড়া হাড়াই আমি
উম্মাদ আঁখির জলে
তুমি ফিরে না এলে


০৬-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-০৫-২০২৫ ০৯:৪৩ মিঃ

অনুপম সৃষ্টি

অথই মিষ্টি
০৭-০৫-২০২৫ ২০:২০ মিঃ

অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় পাঠক আপনার মহা মূল্যবান মতামত জানিয়ে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ❤️