অনুকবিতা : একদিন পাব
- অথই মিষ্টি
তবুও আশা করি
একদিন সীমানা ছাড়িয়ে যাব
আসুক যত বাঁধা সব ভেঙে দিব
স্বপ্নের সিড়ি বেয়ে উপরে উঠব
বাঁধা দেয়া বেঁড়িদার-দের দেখিয়ে দিব
আশা ভরা আসমান স্পর্শ করবো
অস্পষ্ট চিহ্ন বুক ফুলিয়ে স্পষ্ট করবো
আর সেই দিন আমি সীমানা ছাড়িয়ে যাব...
১৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।