চল যাই রুখবো ধর্ষন৷
- আবু নাছের জুয়েল
বাস্তবতা আজ পরোই বিপরীতমুখী,
যাকিছু অস্ভাবিক তার সবি যেন আজ স্বাভাবিক৷
সময়ের কাঁটা যেন আজ উল্টাদিকে ঘুড়ছে,
আধুনিক এ যুগ যেন আজ বরবর্তাকে খুজছে৷
,,,,,,,
যে নাৱীর কারনে পৃথীবিতে আসা,
আজ তাযেন মানুষ রূপি মাংস পিন্ড,
কিছু পুরুষ আজ নেকড়ে বাঘ,
প্রতিনিয়তই পেতে চায় নাৱী মাংসের স্বাদ৷
,,,,,,,,,,
আর কত এভাবে কাঁটবে বেলা,
আর কত নাৱীর অভিশাপ৷
আর কত চাই নারী রক্ত কিংবা লাশ,
ধর্ষনে-ধর্ষনে জাতির সর্বনাশ৷
,,,,,,,,
এসো হাতে হাত রাখি,করি নতুন পন
জীবন দিয়ে বাঁচাই চল নাৱীৱ সম্ভ্রম৷
এশুধু নাৱী নয়,প্রিয়তম,মা কিংবা বোন,
এসো তরুন চল যাই,ৱুখবো ধর্ষন৷৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।