জুলাই বিপ্লব-দুই
- ফয়েজ উল্লাহ রবি

মুজিববাদের দিতে কবর এসেছে লাল জুলাই,
স্বৈরাচারের উৎখাতে মূল চল ফাঁসিতে ঝুলাই।
#০৭ জুলাই ২০২৫
রক্তে যে লাল মাতৃভূমি হাজার বুকে গুলি,
রাক্ষসী সে ডাইনী বুড়ী মিথ্যে তার সব বুলি।
#০৮ জুলাই ২০২৫

জুলাই দিলো মুক্তি সবার জুলাই স্বাধীনতা,
অত্যাচারের চাবুক আঘাত রক্তে মুক্তির বারতা।
#০৯ জুলাই ২০২৫
সব অধিকার কেড়েছে সে ভোগ-বিলাসে মেতে,
রইল ভুখা আমজনতা পায়নি কিছু খেতে।
#১০জুলাই ২০২৫

বিদেশে ধন টাকার পাহাড় লক্ষ্য কোটি পাচার,
উন্নয়নের গল্পে রেখে করছে সবই প্রচার।
#১১ জুলাই ২০২৫
দুই হাতে লুট দেশেরই ধন দেশ যেনো তার বাপ-দাদার,
বললে কিছু বলতো ওরা কথায়- কথায় বাংলা ছাড়।
#১২ জুলাই ২০২৫


২৭-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।