জুলাই বিপ্লব-চার
- ফয়েজ উল্লাহ রবি

লেবুর মতো চিপে তিতা মুজিব তোমার পিতা,
জোর করে বাপ! করলে যে পাপ; কেউ নয় আর মিতা।
#১৯ জুলাই ২০২৫
আসবে না ফিরে কভু স্বৈরাচারের ভীত,
গাইবে না আর ভুলেও কেউ মুজিববাদের গীত।
#২০ জুলাই ২০২৫

দুর্নীতি আর চুরি তোমার রক্তেই আছে মিশে,
না পালালে বীর জনতা মারতো তোমায় পিষে।
#২১ জুলাই ২০২৫
পালিয়ে তুমি বেঁচে গেলে! হবেই তোমার সাজা,
কোথায় গেলো অহমিকা? নিজেই ভাবো রাজা?
#২২ জুলাই ২০২৫

এই জমিনে আর পাবেনা কোনো স্বৈরাচার ঠাঁই,
জাগবে যখন বীর জনতা বলবে শুধুই পালাই।
#২৩ জুলাই ২০২৫
রক্ত জুলাই ডাক দিলে ফের উঠবে আবার জেগে,
চোর-ডাকাত আর দুর্নীতিবাজ যাবে ওরা বেগে।
#২৪ জুলাই ২০২৫


২৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।