যে কথা হয়নি বলা
- মুহাম্মাদ শরিফ হোসাইন
ছি...ছি... !
মাইয়্যার মাথাটা তো দেহি
সকাল সকাল ট্যাঁও হয়ে গেছে।
বুজে না বুজে,কি বলে এসব!
অার, ভ্রুন থেকে মানুষ জন্ম নেয়া কি শেষ?
নাহ আরও কিছু বাঁকি আছে?
সে কি এই জন্যই প্রজাপতি?
সে সত্যিই প্রজাপতি!
কখনও ভাবনা নয়।
প্রজাপতি তুমি ভাবনা হও,
তোমার পানে দেশ,দশ তাকিয়ে রয়।
অপ্রকাশিত কাব্য
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।