জুলাই বিপ্লব- আওয়ামী জাহেলিয়াত
- ফয়েজ উল্লাহ রবি
আওয়ামী ঐ ধর্ম থেকে মুক্তি পাবো কোন দিন?
মুজিববাদের নবুয়াত লই; হবে না দেশ স্বাধীন।
ওদের নবী মুজিব বাবা হাছিনা এক পীর,
মুক্তিযুদ্ধ দখলদারি ভুয়া ওদের বীর।
চোর ডাকাতের দল যে ওরা শিরায়-শিরায় চুরি,
মিথ্যে বলার ডিগ্রী নিয়ে তর্কে সিনা জুরি।
মানুষ হত্যা মামুলি এক নয়তো এটা পাপ!
দেশের প্রথম হত্যা করে গর্ব করে ওদের বাপ।
পাখির মতো গুলি করার হুকুম দাতা স্বৈরাচার,
লাশের উপর নৃত্য করে দেখতে মানুষ জানোয়ার।
আওয়ামী এই জাহেলিয়াত রক্ত দিয়ে মুক্ত,
দেশের প্রশ্নে এক যেনো রই; থাকুক সবাই যুক্ত।
নতুন করে সাজাবো দেশ একতাই মূল শক্তি,
সৎ-সততা সোনার মানুষ তবেই আসবে মুক্তি।
বৃহস্পতিবার, দাম্মাম সৌদিআরব
২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫
০৮-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।