জুলাই বিপ্লব-পাঁচ
- ফয়েজ উল্লাহ রবি
সব অধিকার কেড়ে ওরা চালাই ছিলো চাবুক,
নিজের কথা বলতে গেলে ধরতো চেপে মুখ।
#২৫ জুলাই ২০২৫
আঁধার ঘোরে রেখে শোরে ওরা আখের গোছায়,
অদপতন শেষ জনতাকে কবরে পৌছায়।
#২৬ জুলাই ২০২৫
অন্যায় যখন চরমে তব আসবে জুলাই ফিরে,
অনিয়মের ভেঙ্গে প্রাচীর আবাবিল ধরবে ঘিরে।
#২৭ জুলাই ২০২৫
এমন জুলাই না আসুক আর কোথাও কোন দেশে,
জনতারই শাসক হউক মানুষ ভালোবেসে।
#২৮ জুলাই ২০২৫
কতো জীবন কেড়ে তুমি গড়লে লোভের প্রাসাদ
রক্ত মাখা ইট পাথরে কাটুক তোমার অবসাদ।
#২৯ জুলাই ২০২৫
থাকলে সাথে সঙ্গী তোমার বিপরীতে জঙ্গি,
ভাগাভাগির রাজনীতিতে হারাম করো জিন্দিগি।
#৩০ জুলাই ২০২৫
০৮-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।