জুলাই বিপ্লব-ছয়
- ফয়েজ উল্লাহ রবি
আওয়ামী এই জাহেলিয়াত চোর কে দিতো পুরস্কার,
পড়লে ধরা হাতেনাতে করতো মাত্র বহিষ্কার।
#৩১ জুলাই ২০২৫
হাজার স্বজন করলে হরণ; তোমার, হারানোর ব্যথা?
আমার দুঃখে খুশি তুমি ফাটাও আবার মাথা।
#৩২ জুলাই ২০২৫/০১ আগস্ট ২০২৫
তোমার শোকের গল্প তুমি বললে সারা জীবন,
জনতার শোক তোমার কাছে মামুলি এক মরণ।
#৩৩ জুলাই ২০২৫/ ০২ আগস্ট ২০২৫
হাজার মায়ের বুকের মানিক মারলে বিনা দোষে,
দেশেরই দুধ ভাতে রাক্ষস দানব রাখলে পোষে।
#৩৪ জুলাই ২০২৫/ ০৩ আগস্ট ২০২৫
দিনকে করে রাতে তুমি; রাত কে করো আঁধার,
মারতে আসো চাই যখনই আমারই অধিকার।
#৩৫ জুলাই ২০২৫/ ০৪ আগস্ট ২০২৫
আকাঙ্ক্ষা তার আকাশ সমান লোভ যে তার শত,
অতীত এখন তার জীবনটা সামনে হাজার ক্ষত।
#৩৬ জুলাই ২০২৫/ ০৫ আগস্ট ২০২৫
০৮-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।