আমি বোকা
- দেবাশীষ মন্ডল

আমি বোকা মানুষ ।
যেদিক তাকাই সেদিকে দেখি ,
কেউ করছে দান , কেউ বা করছে পূজা ।
আমি ও তাই গুটি গুটি পাই ,
দান ও পূজা করতে আমার মন চাই।
করতে যাবো এমন সময় শুনতে পেলাম,
এই সব দান ও পূজা সঠিক হবে তখন,
তুলবে ক্যামেরার দিকে তাকিয়ে ফটো যখন।
আমি বোকা মানুষ বুঝি কম।


১১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।