মাইলস্টোন ট্রাজেডি
- মাহমুদুল মান্নান তারিফ
মাইলস্টোন ট্রাজেডি
মাহমুদুল মান্নান তারিফ
কষ্টগুলো বুক খামচে ধরে অবিরত-
ঠিক যেনো অক্টোপাসের অষ্ট পায়ে
বুক জড়িয়ে চিমটাচ্ছে
আর চিৎকার করছেন
যারা গেলো তাদের বাবা ও মায়েরা।
শোকের আঁধারে, শোকের সায়রে-
চিরদুঃখী মানুষজনের সাঁতারকাটা।
সন্তানের পরিত্যক্ত দেহ
সপ্ন নয় বাস্তবতার দৃশ্য
লেলিহান আগুনে পড়ে থাকা উফ:
এদিকসেদিক বাবামায়ের ছুটাছুটি
কোথায় খোকা, কোথায় খুকী ওরা?
আয়রে তোরা বুকে
আদরের খোকা-খুকী
বুক আৎকে ওঠে মায়ের, খুকীর লাশ!
বাবার আদরে আগলিয়ে রাখতেন
মায়ের আদরে জড়িয়ে ধরতেন---
তাদের কলিজার শিক্ষক
ও কলিজার শিক্ষিকাগণ
স্নেহধন্যে আত্মত্যাগ শিক্ষাগুরুর!
২৯ জুলাই ২০২৫
০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।