আজিজিকে ভেটো দিবে?
- মাহমুদুল মান্নান তারিফ

আজিজিকে ভেটো দিবে?
মাহমুদুল মান্নান তারিফ

প্রিয়নেতা আজিজিকে রুখতে কে পারে?
কেউ যদি থাকে বলো নাম জানি তার,
আজিজি তো বীর খাঁটি লোভ নাই যাঁর,
দালালেরা ক্রোধে মরে রগ ত্যাড়া ঘাড়ে।

ভেজাল কাগজে ছাপে যাহা চায় তাহা,
আঠার মতো লেগেছে আজিজির পিছু,
দুশমন করে ক্ষতি নিজে ছাড়া কিছু!
গুরু জনতার আজ রোষানলে বাহা।

আমাদের দাবি হলো বিশ বাড়িভাড়া,
তারচেয়ে কম হলে যাবো প্রেসক্লাব,
মানবো না দশ কি'বা পনেরোর স্ল্যাব।
শুভকাজে আজিজিকে ভেটো দিবে কারা?

আজিজির সাথে আছি চলবে লড়াই,
শতকরা বিশ হারে বাড়িভাড়া চাই,
একতার ক্রমে আছি আমরা সবাই,
শিগগির তালা ছাড়া ভাতা যেনো পাই।

রচনা: ২৮ আগস্ট ২০২৫


০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।