জাগো জাগো শিক্ষক
- মাহমুদুল মান্নান তারিফ
জাগো জাগো শিক্ষক
মাহমুদুল মান্নান তারিফ
জাগো জাগো শিক্ষক --- অধিকার আদায়ে,
বৈষম্য নিরসনে ------------ জনসভা কাঁপায়ে।
প্রিয়নেতা আজিজিকে -- চাই তাঁর ভূমিকায়,
আমাদের নেতা এক -- আর যতো ভূমি খায়।
যদি আজ ঘুম দাও ------ জিত আর হবে না,
অতীতের গ্লানি মুছো ----- অলসতা রবে না।
পার্সেন্ট বিশ ধরে ------- বাড়িভাড়া না দিলে,
আশ্বাসে নয় আর ------ চোখ ভরে কাঁদিলে।
সরকার আসবে যে ------ পার চা'বে কালটা,
শিক্ষক সমাবেশে --------- বাধা দেবে পাল্টা।
বাড়িভাড়া বিশ চাই ------ বিশ-টাই পার্সেন্ট,
মানবো না আশ্বাস ---- পেতে চাই আর্জেন্ট।
বাড়িভাড়া আর্জেন্ট ---- আমাদের দরকার,
কেবলই দিতে পারে ------ অস্থায়ী সরকার।
রাখা আছে বরাদ্দে ----- ভাতা যতো বৃদ্ধির,
দিতে হবে ভাতাগুলো ----- জীবন সমৃদ্ধির।
২৯ আগস্ট ২০২৫
০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।