মাথিউরা সিনিয়র সঙ্গীত
- মাহমুদুল মান্নান তারিফ
মাথিউরা সিনিয়র সংগীত
মাহমুদুল মান্নান তারিফ
হাদিস-কুরানের আলো, ছড়াচ্ছে এই বিদ্যাপীঠ,
ছাত্রছাত্রীরা পাচ্ছেন, এ-থেকে জ্ঞান-বিদ্যা নিত।২
আদর্শ জাতি গঠন,,,,,,,,,,,,, করেছে উপস্থাপন।২
আগামীর অনেক আশা--
সিলেটের বিয়ানীবাজার, সবারই ভালোবাসা,
মাথিউরা সিনিয়র- ফাযিল ডিগ্রি মাদ্রাসা।২।১
ফাইনাল পরীক্ষার ফলে, শিক্ষার্থীরা হন সফল,
খুশি হন অভিভাবক --- খুশি হন শিক্ষক সকল।২
প্রতিষ্ঠান ছড়ায় আলো-ফলাফল অনেক ভালো।২
নয় একবার হরহামেশা--
সিলেটের বিয়ানীবাজার, সবারই ভালোবাসা,
মাথিউরা সিনিয়র - ফাযিল ডিগ্রি মাদ্রাসা।২।১
কয়েকবার সেরা হলো, জেলাও বিভাগ পর্যায়,
শিক্ষক, অধ্যক্ষসহ -- প্রতিষ্ঠান আলা দর্জায়।২
প্রতিষ্ঠান স্বনাম ধন্য,,,,,,,,বরণ্যের নিকট গণ্য।২
সেরা থাক এই প্রত্যাশা--
সিলেটের বিয়ানীবাজার, সবারই ভালোবাসা,
মাথিউরা সিনিয়র- ফাযিল ডিগ্রি মাদ্রাসা।২।১
কামিলে উন্নীত হউক, আগামীর এই প্রত্যাশা,
আগামীর এই প্রত্যাশা, প্রত্যাশা এই প্রত্যাশা।৩
রচনা: ২৭ সেপ্টেম্বর ২০২৪
লেখক: সহকারী অধ্যাপক
মাথিউরা সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসা
বিয়ানীবাজার, সিলেট। 01715-357517
০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।