কাব্যানুবাদ ইয়াসিন (১১-১২)
- মাহমুদুল মান্নান তারিফ

সূরা ইয়াসিন এর কাব্যানুবাদ
--- মাহমুদুল মান্নান তারিফ

আয়াত: ১১-১২

খুব হুঁশিয়ার করতে পারেন আপনি তাদের লক্ষ্য করে,
নির্দেশ যারা চলছে মেনেই নাদেখে আপন রবকে ডরে।

সমাদৃতদের দাও সুখবর পারিতোষিকও রয়েছে ক্ষমা,
রবের নিকট রয়েছে এমন, নেয়ামতরাজি তাঁদের জমা।

মৃত লোকদের দান করি প্রাণ উপস্থাপন লিপিবদ্ধ,
অনুসরণীয় কার্যপ্রণালী সকল জিনিস করি জব্দ।

সঠিক কিতাবে লা'হে মাহফুজে সযতনে সব কর্ম সবে,
রোজকিয়ামতে পাবেন বান্দা ইমানদারেরা দ্বীপ্ত তবে।

চলবে------


০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।