কাব্যানুবাদ ইয়াসিন (১৩-১৫)
- মাহমুদুল মান্নান তারিফ
সূরা ইয়াসিন এর কাব্যানুবাদ
--- মাহমুদুল মান্নান তারিফ
আয়াত: ১৩-১৫
বর্ণনা করো তাঁদের উপমা বসবাসকারী যাঁরা এলাকার,
এন্তাকিয়াতে এলেন যখন প্রতিনিধি তাঁরা রাসূল ঈসার।
যখনই আমি করেছি প্রেরণ নিকট তাদের দু'জন দূত,
তারা তো এদের মিথ্যুক বলে প্রেরণ করেছি তৃতীয়দূত।
শক্তি পেয়েই বললেন তারা আমরা হয়েছি প্রেরিত যবে,
তাদের নিকট রবের দূতকে অপবাদ দেয় পাপীরা তবে।
মিথ্যুকগণ বলেছো মিথ্যা বাহক রবের তোমরা তো নয়,
আমাদের মতো মানুষ তোমরা উক্তি এমন দূতগণ সয়?
দয়ালু সত্তা এ সম্পর্কে করেন নি কোনো কিছুই নাজেল,
রোজকিয়ামতে মূলত তাদের অন্তরসমূহ সুদূর গাফেল।
চলবে----
০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।