লেকচারার
- মুহাম্মাদ শরিফ হোসাইন

তুমুল ব্যাস্ত যুবকটি আজ বড় অলস,বড় একা
তার চোখে আজ আবার সমুদ্র,আকাশ কিংবা মাটি'র শুদ্ধতা।

এই লেকচারই হয়তো শেষ,নয়..তো সুচনা
সবার দাবী 'তোমরা ছাত্র হিসেবে শেষ কাতারের,তাই না'?
আমি বলি,মানুষ হিসেবে আর নওতো তা।
আমি না হয় পাঠদানে নিজেকে সফল,ভেবে নিলাম না
যা বলেছি,যাই দিতে চেয়েছি তার কিছুওকি প্রয়োজনের ছিলো না?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।