শুভ্রত কাশবন
- অথই মিষ্টি
শুভ্রত কানন জেগেছে আজ ফুটে উঠেছে কাশবেন
বর্ষাকে ডিঙিয়ে আসল শরৎ ফুরফুরে হাওয়া বইছে মনে
মাঠে, ঘাটে, পথে, প্রান্তরে সবুজের বুক জুড়ে
অপূর্ব সুন্দর কাশফুল প্রকৃতিকে ধরে আছে আকড়ে
সবুজে সবুজময় এই প্রকৃতি বাংলার
দখলেই প্রাণ জুড়ায় কিছু নেই বলার
তাঁরই মাঝে ফুটে উঠেছে কাশফুল
আরো ফুটেছে মাধবীলতা সাথে জারুল
কাশফুলের সে সাদার মায়ায় হোটচ খায় যদি কোন মানব মন
মুহূর্তেই বিশাল আকাশে হাড়িয়ে যাবে হালকা হবে বিনা কারণ
কাশফুল মানে হালকা ও শুভ্রত
কাশফুল মানে ভেসে বেড়া আকাশে মেঘের মতো
তাই তো মন কাশফুলের মায়ায় হাড়াতে চায়
উত্তেজিত মন নিয়ে কাশবনে গেলে হৃদয় প্রশান্তি পায়
০৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।