ভালো মানুষের ভাত নাই
- অথই মিষ্টি

বলতে গেলে মা ও বেজার উচিত কথা ভাই
‎মানুষের মন রক্ষা করতে তাই মিথ্যা বলাও চাই
‎হাজার কথা বলা যাবে তবে উচিত কথা নয়
‎উচিত কথা বলতে গেলে সম্পর্ক খারাপ হয়

‎ভালো কথা আজ কেবলই বইয়ের পাতায় মানায়
‎বলতে গেলে তা মানুষের কাছে উপদেশ হয় আর বিশ্রী শোনায়
‎ভালো কথা বলা ভালো মানুষের ভাত নাই আজ এটাই বাস্তবতা
‎ভালো কথার স্থান আজ মানুষের মুখে নয় শুধুই বইয়ের পাতা


০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।