জুলাই বিপ্লব -স্বৈরাচার
- ফয়েজ উল্লাহ রবি
তোর হুকুমে লড়তো পাতা তোর হুকুমে চাকা,
মিথ্যে গুলোই সত্য হতো সত্য থাকতো ঢাকা।
তোর ক্ষমতার কাছে নিঃস্ব বিরোধী সব ফাঁকা,
কঠিন কঠোর পাথর হৃদয় ছিলি যে তুই বাঁকা।
তোর কাছে সব আমি আমার জনতা সব বোকা,
আমার পিতা আমি-আমি বাস্তবে দিস ধোঁকা।
উন্নয়নের গল্পো বলে রাখছিলে তুই চুপ,
সব জেনেছে জনগণ যব পচা গন্ধের ধূপ।
মুখটি যখন খুলিস রে তুই গীবদ শুধুই বলিস,
অন্য ভাবিস বদের হাড্ডি আসলে তুই খবিস।
মিথ্যে দিয়ে সকাল শুরু মিথ্যে যে তোর রাত,
সত্য থেকে যোজন দূরে আঁধার যে তোর প্রভাত।
শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
০১ ফাল্গুন ১৪৩১, ১৪ ফ্রেবুয়ারি ২০২৫
১০-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।