মনে পড়ে যায়
- ফয়েজ উল্লাহ রবি

এই যে মনে পড়ে যায় আগেকার,
এক সাথে ছিলাম আমরা দু’জন একাকার।
একটি নদী দুই টি ধার এই পাড় তুমি আর আমি অন্য পাড় পরে আছি,
তবু আমরা পাশা-পাশি ভালোবেসে কাছা-কাছি।
মনে পড়ে যায় স্মৃতি আগেকার,
কতোটা আপন ছিলাম কে কার?
বুকের মাঝে একটু ব্যথা মাঝে-মাঝে,
ভুলতে গিয়ে মনে পড়ে স্মৃতিরা শুধুই বাজে।
মনে পড়ে যায় দুঃখ আবার,
যদি ফিরে আসে জীবন হবে অসার।
কেমন করে ভুলে গেলে পাও নি কষ্ট ভুলতে গিয়ে,
নব জীবন নতুন সুরে কেমন আছো জীবন সাথী কে নিয়ে।
আমার মনে পড়ে যায় কথা আগেকার,
কতোটা ছিলাম আপন আমরা কে কার?

সোমবার, দাম্মাম, সৌদিআরব
২৮ ফাল্গুন ১৪২৯, ১৩ মার্চ ২০২৩


১১-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।