অভিশাপ
- প্রসূন গোস্বামী
ছুটি ছিল। অথচ আঙুলে লেগে রইল কালির দাগ।
তোমরা ভাবলে কাজ আদায় হলো?
আদতে আজ নিজেরই বিনাশ লিখলে তোমরা।
রক্তে মিশে থাক এই জবরদস্তি।
একদিন যখন বিশ্রামের খুব প্রয়োজন হবে—
দেখবে, তোমাদের শিখরে দাঁড়িয়ে আছে এক অমোঘ অস্থিরতা।
সেই দহন দীর্ঘ হোক।
২৩-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।