বিজয় আমার অহংকার…….
- কাজী ফাতেমা ছবি
নয়টি মাস যুদ্ধ ছিল
স্বাধীনতার জন্য
যুদ্ধে তাই নেমেছিল
জয়টাই অগ্রগণ্য।
কৃষক যুবা তরুণরা
দেশটা রক্ষার জন্য
বুদ্ধিতে মেরেছিল
পাকিস্তানি বন্য।
ত্যাগেছিল মানসম্মান
কত প্রাণ বিসর্জন
ভয়ে পালাল পাকি
শুনে বাঙালীর গর্জন।
একটি বিজয়, পতাকা
পেয়েছি একটি দেশ
মানচিত্রে ঠাঁই পেয়েছি
মনেতে শান্তির রেশ।
বিজয় আমার অহংকার
আমার ভালবাসা
বিজয় নিয়ে বাঁচে যেন্
তরুণ যুবা চাষা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।