বিপুল কবিতা
- মুহাম্মাদ শরিফ হোসাইন

বিপুল কবিতা
খসড়া,কাগজের পাতায়-পাতায়
সর্টকাট ফাইল,ফোল্ডারের সমাহারে লুকায়।

বিপুল তথ্যভাণ্ডার আজ
রাক্ষসী হয়ে ইন্টারনেটে আমায় নিয়ে দাপিয়ে বেড়ায়
আমার সময় বিনে দামে কিনে নিয়ে যায়।

বিপুল ভাবনা সব
আমাকে ভাবায়
এক এক ভাবনা শেষে,ঘুমিয়ে পড়ি মাথা ব্যাথায়।

বিপুল কর্ম আজ
পড়ে থাকে অনাদর,অবহেলায়
তারাও জানে,ওসব হবে না আর আমার দ্বারায়।
আমার যেন পিছুটান নেই,বেঁচে থাকায়।

বিপরীত নদী আজ
আমায় ভাবায়
আমি 'নোংরা' জল পবিত্র ভেবে,নিয়ে নিই মুঠায়।
কারো সাধ্য নেই আজ এ নদী লুকায়
কবির সাধ্য নেই,কবিতায় ছাড়া কিছু বলে যায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২১-০২-২০১৫ ১৭:৫৩ মিঃ

darun@

২১-০২-২০১৫ ১৭:৫৩ মিঃ

darun@