যোবন সংকীর্ণ উত্তরী
- তানজির উদ্দিন - খেলা এবং আর্তনাদসম
তব উদার উত্তরী যদি না জুড়ালে দীর্ঘরূপ তব রূপসাজ
তব উদাত্ত আহ্বানী যদি না পোড়ালে পোড়ামনঃ সাজ
অস্থির না হলে উদার কিল্লায়
হেলায় হেলায় আজি পালায়
ওরে পালায় রে জীবন পালায় ।
হৃদ্দি মাঝে যোবন রূপ
রাখিলে পৌঢ় ও আহ্বানে
হৃদ্দি মাঝে জ্বলে ধূপ ধূপ
জ্বলিলে পৌঢ় এ আহ্বানে
ওরে পৌঢ় বেটায় নমঃ করে এ খেলায়
অজাত পিরীত বেলায় ছুটে অজাত খেলায় ।
ওরে এ অজাত খেলায় ।।
মনঃতাপে মন পোড়ে পোড়ামন
মনঃতাপে মন জাগে জাগে মন
হীন মনে লাবণ্য ঠেকায় কে কোন খেলায়
হীন মনে অস্থির খেলায় কে নাছে এ বেলায় ।
স্মৃতি খেলায় রোমন্থে চলে উদাত্ত আহ্বানী
স্মৃতি বেলায় রোমন্থনে চলে উদার আহ্বানী
সংকীর্ণ হৃদ্দি মাঝে সঞ্চারণ করিলে যোবনে
সংকীর্ণ যোবনে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।