কুল মাঝে হীন
- তানজির উদ্দিন - খেলা ও আর্তনাদসম

খেলায় নামে
যোবন মুরদ
যোবন খেলায় ,
খেলে এ ধামে
এ ধরাধামে
নষ্টকুলের বেলায় ।

আর্চিত হলে
অর্চিত পুজো
হীন করি খেলায়
অজাত মলে
অজাত দিলে
হীন হয় বেলায় ।

আজি নামে
অজাত ধামে
কুললক্ষীর বয়ানে
নষ্ট প্রহরী
নস্যাত্‍ খিরিস্তি
কুললক্ষীর যোবনে ।
ওরে এ কুললক্ষীর হীন যোবনে ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।