এবং অথবা পুনরায় হতাশ হয়ো না
- তানজির উদ্দিন - বসন্তে বাবাই বাজে ভৈরবী ২০-০৪-২০২৪

অবলোকন করা অত্যুগ্র বাণীর প্রত্যাখ্যাত উপদেশে
এসে দাড়িয়ে দুয়ারে কপেটাঘাত ছাড়ো হে তম্রিসা
শতাব্দীর উন্মাচালে ভুগে থাকা মৃত্যু শোকতাপ
জোছনা হারা শিয়রে , বিভীষিকা যদিও ডাকে
ফের প্রদীপ জ্বালো হে ; এবং অপেক্ষার বুনন কাব্যে
দেখো , অপেক্ষায় থাকো , প্রতীক্ষারত সূর্য-প্রাতঃ হাতছানি বেশি দূরে নয় জেনো ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।