চলো গণতন্ত্রী হই
- মুহাম্মাদ শরিফ হোসাইন
'পত্র ঝরা গাছের মতো আমি'-তুমি বলেছিলে
বলেছিলাম-হতাশার কাছে সোপর্দিত,আমি এক যুবক।
সে যুবকের কাছে পত্র পাঠালে
পত্র,কাগজের গায়ে কলমের নয়টি অক্ষরের আঁচড়
সেই থেকে তোমার গালে আমার কালো ঠোঁটের স্বৈরাচার আজও।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।