গোবিন্দচন্দ্র দাস

গোবিন্দচন্দ্র দাস (জন্ম: ১৬/০১/১৮৫৫ - মৃত্যু: ০১/১০/১৯১৮) একজন বাঙালি কবি ।

কবি গোবিন্দচন্দ্র দাসের বাড়ি ঢাকার ভাওয়ালপুরে | ভাওয়াল তার জীবনে ও কাব্যে গভীর প্রভাব বিস্তার করে | ভাওয়ালের রাজপরিবারের সাহায্যে তিনি কিছু লেখাপড়া করেন | কিন্তু রাজ পরিবারের সাথে তাঁর সম্পর্ক ছিন্ন হয় এবং রাজার এস্টেট ম্যানেজার কালীপ্রসন্ন ঘোষের সাথে তাঁর বিরোধীতার ফলে তিনি ভাওয়াল থেকে নির্বাসিত হন | এই বেদনা ও অপমান তাঁর কবিতার প্রধান সুর।

সাহিত্যকর্মঃ
গোবিন্দচন্দ্র দাসের কাব্যপ্রতিভার মূল উৎস দাম্পত্যপ্রেম । তাঁর আন্তরিকতা ও স্পষ্টতার জন্য তিনি "স্বভাব কবি" আখ্যা পেয়েছেন। এঁর রচিত কাব্যের মধ্যে প্রধান প্রেম ও ফুল (১২৯৪ বঙ্গাব্দ), কুঙ্কুম (১২৯৮ বঙ্গাব্দ), কস্ত্তরী (১৩০২ বঙ্গাব্দ), চন্দন (১৩০৩ বঙ্গাব্দ), ফুলরেণূ (১৩০৩ বঙ্গাব্দ) প্রভৃতি ।


আজ পর্যন্ত এই ওয়েবসাইটে গোবিন্দচন্দ্র দাস এর ২টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা কাব্যগ্রন্থ পঠিত মন্তব্য
জন্মভূমি সংকলিত (গোবিন্দচন্দ্র দাস) ৬৮০৭ বার ১ টি
ভাওয়াল সংকলিত (গোবিন্দচন্দ্র দাস) ৩৯২৭ বার ০ টি