শক্তি চট্টোপাধ্যায়

শক্তি চট্টোপাধ্যায় (জন্ম: নভেম্বর ২৫, ১৯৩৪ - মৃত্যু: মার্চ ২৩, ১৯৯৫) জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি । বাঙ্গালী-ভারতীয় এই কবি বিংশ শতাব্দীর শেষ ভাগে বিশেষভাবে পরিচিত এবং আলোচিত ছিলেন।

পারিবারিক পরিচয়ঃ
শক্তি চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের জয়নগর - মজিলপুরের দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন । দারিদ্রের কারণে তিনি স্নাতক পাঠ অর্ধসমাপ্ত রেখে প্রেসিডেন্সি কলেজ ছাড়েন, এবং সাহিত্যকে জীবিকা করার উদ্দৈশ্যে উপন্যাস লেখা আরম্ভ করেন । প্রথম উপন্যাস লেখেন কুয়োতলা । কিন্তু কলেজ - জীবনের বন্ধু সমীর রায়চৌধুরীর সঙ্গে তাঁর বনাঞ্চল - কুটির চাইবাসায় আড়াই বছর থাকার সময়ে শক্তি চট্টোপাধ্যায় একজন সফল লিরিকাল কবিতে পরিণত হন । একই দিনে বেশ কয়েকটি কবিতা লিখে ফেলার অভ্যাস গড়ে ফেলেন তিনি । শক্তি নিজের কবিতাকে বলতেন পদ্য ।

হাংরি আন্দোলনঃ
১৯৬১ সালের নভেম্বরে ইশতাহার প্রকাশের মাধ্যমে যে চারজন কবিকে হাংরি আন্দোলন - এর জনক মনে করা হয় তাঁদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় অন্যতম । অন্য তিনজন হলেন সমীর রায়চৌধুরী, দেবী রায় এবং মলয় রায়চৌধুরী । শেষোক্ত তিনজনের সঙ্গে সাহিত্যিক মতান্তরের জন্য ১৯৬৩ সালে তিনি হাংরি আন্দোলন ত্যাগ করে কৃত্তিবাস গোষ্ঠীতে যোগ দেন । তিনি প্রায় ৫০টি হাংরি বুলেটিন প্রকাশ করে ছিলেন । পরবর্তীকালে কৃত্তিবাসের কবি সুনীল গঙ্গোপাধ্যায় ও শক্তি চট্টোপাধধ্যায়ের নাম সাহিত্যিক মহলে একত্রে উচ্চারিত হতো , যদিও সুনীল গঙ্গোপাধ্যায় হাংরি আন্দোলন এর ঘোর বিরোধী ছিলেন এবং কৃত্তিবাস পত্রিকায় ১৯৬৬ সালে সেই মনোভাব প্রকাশ করে সম্পাদকীয় লিখে ছিলেন ।

পুরস্কারঃ
সাহিত্য অকাদেমি পুরস্কার সহ তিনি একাধিক পুরস্কারে সন্মানিত ।

কাব্যগ্রন্হঃ
এ প্রেম হে নৈঃশব্দ্য (১৯৬২)
ধর্মে আছো জিরাফেও আছো (১৯৬৭)
সোণার মাছি খুন করেছি (১৯৬৮)
অন্ধকার নক্ষত্রবীথি তুমি অন্ধকার (১৯৬৮)
হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান (১৯৬৯)
চতুর্দশপদী কবিতাবলী (১৯৭০)
পাড়ের কাঁথা মাটির বাড়ি (১৯৭১)
প্রভু নষ্ট হয়ে যাই (১৯৭২)
সুখে আছি (১৯৭৪)
ঈশ্বর থাকেন জলে (১৯৭৫)
অস্ত্রের গৌরবহীন একা (১৯৭৫)
জ্বলন্ত রুমাল (১৯৭৫)
ছিন্নবিচ্ছিন্ন (১৯৭৫)
সুন্দর এখানে একা নয় (১৯৭৬)
কবিতায় তুলো ওড়ে (১৯৭৬)
ভাত নেই পাথর রয়েছে (১৯৭৯)
আঙ্গুরী তোর হিরণ্য জল (১৯৮০)
প্রচ্ছন্ন স্বদেশ (১৯৮১)
যেতে পারি কিন্তু কেন যাবো (১৯৮৩)
কক্সবাজারে সন্ধ্যা (১৯৮৫)
ও চির - প্রণম্য অগ্নি (১৯৮৫)
মিষ্টি কথায়, বিষ্টিতে নয় (১৯৮৫)
সন্ধ্যার সে শান্ত উপহার (১৯৮৬)
এই তো মর্মর মুর্তি (১৯৮৭)
বিষের মধ্যে সমস্ত শোক (১৯৮৮)
আমাকে জাগাও (১৯৮৯)
ছবি আঁকে ছিঁড়ে ফ্যালে (১৯৯১)
জঙ্গলে বিষাদ আছে (১৯৯৪)
বড়োর ছড়া (১৯৯৪)
সেরা ছড়া (১৯৯৪)
টরে টক্কা (১৯৯৬)
কিছু মায়া রয়ে গেল (১৯৯৭)
সকলে প্রত্যেকে একা (১৯৯৯)
পদ্যসমগ্র - ১ম থেকে ৭ম খণ্ড


আজ পর্যন্ত এই ওয়েবসাইটে শক্তি চট্টোপাধ্যায় এর ৪৪টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা কাব্যগ্রন্থ পঠিত মন্তব্য
মনে মনে বহুদূর চলে গেছি সংকলিত (শক্তি চট্টোপাধ্যায়) ২৮৯৬৭ বার ১ টি
পাবো প্রেম কান পেতে রেখে সংকলিত (শক্তি চট্টোপাধ্যায়) ২০৯০৫ বার ০ টি
দিন যায় সংকলিত (শক্তি চট্টোপাধ্যায়) ১১০১০ বার ০ টি
চাবি সংকলিত (শক্তি চট্টোপাধ্যায়) ১৬২৬৮ বার ০ টি
কিছু মায়া রয়ে গেলো সংকলিত (শক্তি চট্টোপাধ্যায়) ২০০৪৩ বার ০ টি
এবার হয়েছে সন্ধ্যা সংকলিত (শক্তি চট্টোপাধ্যায়) ১২০৩০ বার ০ টি
এক অসুখে দুজন অন্ধ সংকলিত (শক্তি চট্টোপাধ্যায়) ১১৯৬৯ বার ০ টি
আমি যাই সংকলিত (শক্তি চট্টোপাধ্যায়) ৮৬৮৯ বার ০ টি
অবনী বাড়ি আছো সংকলিত (শক্তি চট্টোপাধ্যায়) ১০০৮৩৯ বার ২ টি
হেমন্ত যেখানে থাকে হেমন্ত যেখানে থাকে ১৩৩১৩ বার ০ টি
তোমার হাত সোনার মাছি খুন করেছি ১২৯৬০ বার ০ টি
ভয় আমার পিছু নিয়েছে সুন্দর রহস্যময় ১০৬১৬ বার ০ টি
স্টেশন ভাসিয়ে বৃষ্টি সুন্দর এখানে একা নয় ৯০৭৯ বার ০ টি
মুহূর্তে শতাব্দী সুখে আছি ৬৬৮৪ বার ০ টি
সুখে থাকো সন্ধ্যার সে শান্ত উপহার ১১৬২৬ বার ০ টি
যেতে পারি, কিন্তু কেন যাবো? আমি চলে যেতে পারি ২৫২২০ বার ০ টি
বাগানে তার ফুল ফুটেছে যুগলবন্দী ১১৯৭৬ বার ০ টি
ছড়ার আমি ছড়ার তুমি মিষ্টি কথায়, বিষ্টিতে নয় ১০০১৭ বার ০ টি
একটি মানুষ মানুষ বড়ো কাঁদছে ৯১০৩ বার ১ টি
পোড়ামাটি মন্ত্রের মতন আছি স্থির ৫৫০৪ বার ০ টি
ভাত নেই, পাথর রয়েছে ভাত নেই, পাথর রয়েছে ৩৮৬২ বার ০ টি
বিবাদ বিষের মধ্যে সমস্ত শোক ৬৪৮৩ বার ০ টি
প্রভু, নষ্ট হয়ে যাই প্রভু, নষ্ট হয়ে যাই ১৫৮৩৫ বার ১ টি
আতাচোরা পুণ্যিপুকুর পুষ্করিণী ৪৬০০ বার ০ টি
তুচ্ছ, তুচ্ছ এইসব পাড়ের কাঁথা মাটির বাড়ি ৪১১৮ বার ০ টি
একবার তুমি পাড়ের কাঁথা মাটির বাড়ি ২৬৩৯৬ বার ১ টি
আপন মনে পরশুরামের কুঠার ৭৯৪৮ বার ০ টি
ছিন্নবিচ্ছিন্ন জ্বলন্ত রুমাল ৫৫৬৪ বার ০ টি
ছিন্ন বিচ্ছিন্ন - ০১ ছিন্ন বিচ্ছিন্ন ৭১৬২ বার ০ টি
সেই হাত কোথাকার তরবারি কোথায় রেখেছ ৫৮৯১ বার ০ টি
সন্ধ্যায় দিলো না পাখি কবিতায় তুলো ওড়ে ৫৬০৯ বার ০ টি
শিশিরভেজা শুকনো খর কক্সবাজারে সন্ধ্যা ৫৫৪৯ বার ০ টি
জন্মদিনে চিরপ্রণম্য অগ্নি ৬৯০৫ বার ০ টি
কঠিন অনুভব এই তো মর্মর মুর্তি ২০২৪১ বার ০ টি
ভিতর-বাইরে বিষম যুদ্ধ এই আমি যে পাথরে ৯৬৪০ বার ১ টি
ওদিকে যেও না তুমি আর ঈশ্বর থাকেন জলে ৭৪৭০ বার ০ টি
ভালো, এই ভালো আমি ছিঁড়ে ফেলি ছন্দ, তন্তুজাল ৪১৭৬ বার ০ টি
যেতে পারি, কিন্তু কেন যাবো? আমি চলে যেতে পারি ২৮৪১০ বার ১ টি
দুঃখকে তোমার আমি চলে যেতে পারি ৭৩৩১ বার ০ টি
চেনা পাথরের জন্যে আঙ্গুরী তোর হিরণ্য জল ৬৪২৮ বার ০ টি
দিনরাত আমাকে জাগাও ৬০৮৯ বার ০ টি
মানুষটি মৃত আমাকে দাও কোল ৬৪৯৫ বার ০ টি
আমি একা, বড়ো একা সংকলিত (শক্তি চট্টোপাধ্যায়) ৮৭৬২ বার ০ টি
যখন একাকী আমি একা অস্ত্রের গৌরবহীন একা ১৩৬৯৬ বার ০ টি