পাহাড় দেখতে
- দেওয়ান মমিনুল মউজদীন---এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়
০৬-০৬-২০২৩

পাহাড় দেখতে বেরিয়েছিলাম পথে
তুমি এসে আগলে পথের বাঁক 
দাঁড়ালে যেন অদেখা এক পাহাড়
বললে দেখো, আমায় চেয়ে দেখে
পাহাড় দেখার সাধ কি তোমার মেটে !

তোমার দেহে হাজার উপত্যকা
ভাঁজে ভাঁজে জ্বলছে অহরহ
তোমার চুলে বুনো ঝাউয়ের ছায়া
কাঁপছে যেন রাতের কালো ঢেউ
তোমার চোখে মেঘের ওড়াওড়ি 
বৃষ্টি হয়ে ভিজিয়ে চলে যায় । 

সেবার আমার হয়নি পাহাড় দেখা
তোমায় দেখেই ফিরতে হলো ঘরে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।