দেওয়ান মমিনুল মউজদীন
দেওয়ান মমিনুল মউজদীন (জন্মঃ- ২৯-০৮-১৯৫৫ইং; মৃত্যুঃ- ১৫-১১-২০০৭ইং)
দেওয়ান মমিনুল মউজদীন ১৯৫৫ সালের ২৯শে আগষ্ট সুনামগঞ্জ শহরের এক বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরমী কবি দেওয়ান হাসন রাজার প্রপৌত্র।
তিনি একাধারে একজন কবি ও প্রতিবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি তরুণ বয়সে সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত পৌর-চেয়ারম্যান ছিলেন।
তিনি ২০০৭ সালের ১৫ই নভেম্বর এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন। তিনি মরমী কবি দেওয়ান হাসন রাজার সফল কাব্য উত্তরাধিকারী।
আজ পর্যন্ত এই ওয়েবসাইটে দেওয়ান মমিনুল মউজদীন এর ৩৭টি কবিতা প্রকাশিত হয়েছে।