কোথায় রাখি
- দেওয়ান মমিনুল মউজদীন---এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়
০২-০৬-২০২৩

তোমাদের এই স্বপ্নালয়ে আমার আসা
তোমার জন্যে
উল্টোপাল্টা পথের ভিতর ঘুরছি একা
হয়ে হন্যে
এই যে আমার ফিরে যাওয়া 
না দেখা কষ্ট হৃদয়ারন্যে
তোমার জন্যে ।

ও মন তুমি কোথায় থাকো
সবুজ জামায় গন্ধ মাখো
অন্তরালে
রোদ পোহাচ্ছো চুল শুকাচ্ছো কবিতা পড়ছো
দুই পা মেলে
তোমার পায়ের ছায়ার জন্যে
কাঁদছে পরান ।

হাওয়া যে আজ আলাভোলা 
বুকের ভিতর অদেখা জ্বালা
কোথায় রাখি, কোথায় রাখি 
ও মনপাখি, কোথায় রাখি !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।