বেদনার হালখাতা
- দেওয়ান মমিনুল মউজদীন---এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়০৪-০৬-২০২৩
ট্রেনটি এসে থামলো যখন ইসটিশনে
মেঘলা আকাশ নতজানু বাঁশের বনে
মোচড় দিয়ে উঠলো আমার বুকের রেখা
তোমার চোখে বিষাদঘন মৌন লেখা ।
এখান থেকেই হয়েছিলো যাত্রা শুরু
বক্ষে ছিলো প্রথম প্রেমের দুরু দুরু
নদীর সাথে চাঁদের ছিলো গোপন সখ্য
তোমার আমার অলিখিত প্রনয়ালেখ্য ।
কৃষ্ণ কোথায় পাখির ডাকে সারা রাত্রি
জানালা ভেঙ্গে হৃদয় আমার দিতো পাড়ি
চোখের পাতায় স্বপ্ন নিয়ে বাড়ি ফেরা
প্রেমান্ধ রাত ভাঙে শব্দের পলেস্তারা ।
ভালোবাসার বুনো স্রোতে ছিলাম মগ্ন
বুঝিনি কখন ভালোবাসাই হয়েছে ভগ্ন ।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।