বিরহী শ্রাবণ
- দেওয়ান মমিনুল মউজদীন---এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়
০৫-০৬-২০২৩

খুব বেশি দূরে নয়
বড়জোর মিনিট দশেক
দু’একটি বাঁক পেরুলেই
সাদামাটা আটপৌরে বাসা।
কোনো মোঘল স্তাপত্য নয়
নয় কোনো সামন্তের ভগ্ন প্রাসাদ
অথবা জাঁদরেল কোনো আমলার বিলিতি ভবন
তবুও রহস্যময় বুকে তার সুবিন্যস্ত নীলের দ্যোতনা ।

সেখানে সে থাকে
আর কে কে থাকে ?
ফুল থাকে পাখি থাকে
রোদ মেঘ বৃক্ষছায়া থাকে
প্রেম থাকে প্রেমের ব্যর্থতা থাকে
বিরহ ও হাহাকার থাকে ।

মৃন্ময় উঠোনে বাজে অবেলায় বৃষ্টির নূপুর
রোদ আসে বাতাসের নরম পালকে ভেসে ভেসে
বারান্দায় কুণ্ডলী পাকিয়ে শোয় বিরহী শ্রাবণ
জানালায় লটকে থাকে প্রণয়বিমুগ্ধ এক
অচেনা আকাশ ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।