শূন্যতা
- দেওয়ান মমিনুল মউজদীন---এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়
০১-০৬-২০২৩

সারাদিনের পরে যখন বাড়ি ফেরার তাড়া
বুকের ভিতর বাজে তখন বিষণ্ণ একতারা
ঘরের ভিতর ঘরটি তো নেই গানেও নেই সুর
হাত বাড়ালেই পেতাম যাকে সে তো অনেক দূর ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

ফারহান মাহিন
২২-০৭-২০১৯ ০০:১৮ মিঃ

হাত বাড়ালেই পেতাম যাকে......