সড়ক
- দেওয়ান মমিনুল মউজদীন---এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়
০৬-০৬-২০২৩

তোমার কাছে যাওয়ার আমার 
সকল রাস্তা হারিয়ে গেছে ।

পুরোনো বাসষ্টেশন ফেলে
ট্রাফিক পয়েন্ট বাঁয়ে ঠেলে
উকিলপাড়ার পয়েন্ট ঘুরে
তোমার কাছে যাওয়ার আমার 
সকল রাস্তা হারিয়ে গেছে ।

ভালোবাসা হৃদয়পুরে
পুজোর গন্ধে শরীর মেখে 
সন্ধ্যারাতের চাঁদের আলোয়
তোমার কাছে যাওয়ার আমার
সকল রাস্তা হারিয়ে গেছে ।

যানজটহীন এই শহরে
শান্তি এবং প্রেমের খোঁজে
তোমার কাছে যাওয়ার আমার
সকল রাস্তা হারিয়ে গেছে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।