সে
- দেওয়ান মমিনুল মউজদীন---এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়
০১-০৬-২০২৩

খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে
বাড়িয়ে দিলাম হাত
আকাশ বললো , নেই
অন্ধকারের জঠর ছিঁড়ে
বেরিয়ে এলাম যেই
দিবস বললো , নেই
নদীও বললো, নেই
পথও বললো , নেই 

হঠাৎ দেখি বুকের ভিতর
নকশা কাটা মেঘের ভিতর
তার দু’ডানায় দাঁড়িয়ে আছে
কালো চুলের কে অই !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭-০৬-২০২৩ ১২:০২ মিঃ

বা:

ফারহান মাহিন
২২-০৭-২০১৯ ০০:১৩ মিঃ

কে?