খবরাখবর
- দেওয়ান মমিনুল মউজদীন---এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়
৩১-০৫-২০২৩

আমি শুধু যাই না কোথাও ।

মেঘের প্রাসাদ ভেঙে , মেঘেরাও চলে যায় দূরে
শোণিতে আগুন জ্বলে , কখনো- বা শ্বৈত্যপ্রবাহ
মাটির লালিমা ঢেকে দেয় হিমবাহ 
বিবস্ত্র মানচিত্রে লেগে থাকে বন্যা
মহামারী হাঙ্গামা মড়ক 

আমি শুধু যাই না কোথাও ।

অমূর্ত প্রহরে এক বিপন্ন তরুণী তার
বুকের দেরাজ খুলে ডাকছে আমায়
দ্বিধায় দ্বিধায় কাটে আরো কিছুক্ষণ
মলিন দিবস
আমি তবু যাই না কোথাও ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।