নিলে না প্রিয়তমা
- দেওয়ান মমিনুল মউজদীন---এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়০৪-০৬-২০২৩
কলেজ রোডের অনেক স্মৃতি
চৈত্র মাঘের ফুল্ল প্রীতি
রেখেছিলাম তোমার জন্য জমা
বললে তুমি নেড়ে দু’হাত
চোখের পাতায় বিপন্ন রাত
এই কি ভালোবাসার সীমা !
ভেবেছিলাম করবে তুমি ক্ষমা
কোঁকড়ানো চুল হাওয়ায় মেলে বললে
তুমি আমায় কেমন করে ভুললে
ভাষা আমার পথ পেলো না খুঁজে
হৃদয় জুড়ে তোমার ব্যথা বাজে ।
ফিরিয়ে দিলে ফিরিয়ে দিলে তুমি
যেন আমি করেছি দুষ্টুমি
ফিরিয়ে দিলে গভীর চোখের জল
বিপন্ন মন তাই বড় চঞ্চল ।
আকাশ নদী রেখেছিলাম জমা
নিলে না তুমি নিলে না প্রিয়তমা ।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।