কত লক্ষ বরষের তপস্যার ফলে
- রবীন্দ্রনাথ ঠাকুর---বলাকা
০৬-০৬-২০২৩

কত লক্ষ বরষের তপস্যার ফলে
              ধরণীর তলে
     ফুটিয়াছে আজি এ মাধবী।
              এ আনন্দচ্ছবি
যুগে যুগে ঢাকা ছিল অলক্ষ্যের বক্ষের আঁচলে।
 
              সেইমতো আমার স্বপনে
     কোনো দূর যুগান্তরে বসন্তকাননে
              কোনো এক কোণে
     একবেলাকার মুখে একটুকু হাসি
              উঠিবে বিকাশি--
     এই আশা গভীর গোপনে
              আছে মোর মনে।
 
 
  শান্তিনিকেতন, ২৬ পৌষ, ১৩২১

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।