রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর (৮ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫ বৈশাখ, ১২৬৮ - ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।

রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তাঁর "অভিলাষ" কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা।

১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন।[২৩] ১৯০২ সালে তাঁর পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। ১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। ১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। ১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈত্রিক বাসভবনেই তাঁর মৃত্যু হয়।


আজ পর্যন্ত এই ওয়েবসাইটে রবীন্দ্রনাথ ঠাকুর এর ২৪৬টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা কাব্যগ্রন্থ পঠিত মন্তব্য
পুরাতন বৎসরের জীর্ণক্লান্ত রাত্রি বলাকা ২৯৫৭৭ বার ০ টি
যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে বলাকা ২১৪৪২ বার ০ টি
ভাবনা নিয়ে মরিস কেন খেপে বলাকা ২৪৯৬৭ বার ১ টি
তোমারে কি বারবার করেছিনু অপমান বলাকা ১৮৮৭৯ বার ০ টি
যে-কথা বলিতে চাই বলাকা ৫২২৩৭ বার ৪ টি
এইক্ষণে বলাকা ২২৪৬৮ বার ১ টি
যেদিন উদিলে তুমি, বিশ্বকবি, দূর সিন্ধুপারে বলাকা ৫৩৭৫ বার ০ টি
সর্বদেহের ব্যাকুলতা কী বলতে চায় বাণী বলাকা ৬৯৪৭ বার ০ টি
দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন, ওরে দীন বলাকা ১৪৩৬৫ বার ০ টি
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা বলাকা ২৩৩৯৮ বার ০ টি
আজ প্রভাতের আকাশটি এই বলাকা ১৬৪৫৪ বার ০ টি
আমার মনের জানলাটি আজ হঠাৎ গেল খুলে বলাকা ১৭৪৬৭ বার ০ টি
জানি আমার পায়ের শব্দ রাত্রে দিনে শুনতে তুমি পাও বলাকা ১৪৩২১ বার ১ টি
আজ এই দিনের শেষে বলাকা ১৫০০৬ বার ০ টি
নিত্য তোমার পায়ের কাছে বলাকা ১১০৮৮ বার ০ টি
এই দেহটির ভেলা নিয়ে দিয়েছি সাঁতার গো বলাকা ৭১৯৯ বার ০ টি
যেদিন তুমি আপনি ছিলে একা বলাকা ২৪৪৮৯ বার ১ টি
পাখিরে দিয়েছ গান, গায় সেই গান বলাকা ৪৬৮৬ বার ০ টি
আমার কাছে রাজা আমার রইল অজানা বলাকা ৫৭৪৪ বার ০ টি
এবারে ফাল্গুনের দিনে সিন্ধুতীরের কুঞ্জবীথিকায় বলাকা ১৪৩৯১ বার ০ টি
যে-বসন্ত একদিন করেছিল কত কোলাহল বলাকা ১০০১৫ বার ০ টি
স্বর্গ কোথায় জানিস কি তা ভাই বলাকা ১২০৪০ বার ০ টি
কোন্‌ ক্ষণে বলাকা ৭১০২ বার ০ টি
যখন আমায় হাতে ধরে বলাকা ১১৮২১ বার ০ টি
ওরে তোদের ত্বর সহে না আর? বলাকা ৩২৯৫ বার ০ টি
আনন্দ-গান উঠুক তবে বাজি বলাকা ১২০৪৬ বার ০ টি
আমি যে বেসেছি ভালো এই জগতেরে বলাকা ১৭৫৩৩ বার ০ টি
যতক্ষণ স্থির হয়ে থাকি বলাকা ৫৯০৪ বার ০ টি
হে ভুবন বলাকা ৬৮০৭ বার ০ টি
বিশ্বের বিপুল বস্তুরাশি বলাকা ৪০৪২ বার ০ টি
মোর গান এরা সব শৈবালের দল বলাকা ৩৮৪১ বার ০ টি
কত লক্ষ বরষের তপস্যার ফলে বলাকা ৪৭৪৫ বার ০ টি
পউষের পাতা-ঝরা তপোবনে বলাকা ৭৫৪৯ বার ০ টি
তুমি দেবে, তুমি মোরে দেবে বলাকা ৬২৫৬ বার ০ টি
হে মোর সুন্দর বলাকা ৭৩৬৪ বার ০ টি
হে প্রিয়, আজি এ প্রাতে বলাকা ৯০২৫ বার ০ টি
কে তোমারে দিল প্রাণ বলাকা ৬০৮৯ বার ০ টি
হে বিরাট নদী বলাকা ৬৮৬১ বার ০ টি
এ কথা জানিতে তুমি, ভারত-ঈশ্বর শা-জাহান বলাকা ১৯৪৪১ বার ০ টি
তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা বলাকা ৩৭২৩৭ বার ০ টি
মত্ত সাগর দিল পাড়ি গহন রাত্রিকালে বলাকা ৫৪৩৬ বার ০ টি
তোমার শঙ্খ ধুলায় প'ড়ে বলাকা ১০৫৮৪ বার ০ টি
আমরা চলি সমুখপানে বলাকা ১৩০৩৯ বার ০ টি
এবার যে ওই এল সর্বনেশে গো বলাকা ৪৯৯৩ বার ০ টি
ওরে নবীন, ওরে আমার কাঁচা বলাকা ৪০৯৫৫ বার ১ টি
উৎসর্গ বলাকা ৭৬১৮ বার ০ টি
নিরুদ্দেশ যাত্রা সোনার তরী ৩৩৪৯৭ বার ০ টি
কণ্টকের কথা সোনার তরী ৪৮০৬ বার ০ টি
অচল স্মৃতি সোনার তরী ১২৩১৪ বার ০ টি
আত্মসমর্পণ সোনার তরী ১৪৭৫২ বার ০ টি
দরিদ্রা সোনার তরী ৬৮২৬ বার ০ টি
অক্ষমা সোনার তরী ৪৬৮৪ বার ০ টি
মুক্তি সোনার তরী ২৩২০০ বার ০ টি
গতি সোনার তরী ৪৬৭২ বার ০ টি
বন্ধন সোনার তরী ৯০৩৪ বার ০ টি
খেলা সোনার তরী ৯০৬৩ বার ০ টি
মায়াবাদ সোনার তরী ৫৪১৭ বার ০ টি
বসুন্ধরা সোনার তরী ১৬২৩৪ বার ০ টি
পুরস্কার সোনার তরী ৭৭৯৯ বার ০ টি
লজ্জা সোনার তরী ১৩২৭৩ বার ০ টি
প্রত্যাখ্যান সোনার তরী ৬৯৯৪ বার ০ টি
ভরা ভাদরে সোনার তরী ৪৪৪১ বার ০ টি
ব্যর্থ যৌবন সোনার তরী ১২৯১৭ বার ০ টি
হৃদয়যমুনা সোনার তরী ৪৯৬৫ বার ০ টি
ঝুলন সোনার তরী ৮৬৩২ বার ০ টি
দুর্বোধ সোনার তরী ৯৬১০ বার ০ টি
বিশ্বনৃত্য সোনার তরী ৭২২৬ বার ০ টি
দেউল সোনার তরী ৫০০৪ বার ০ টি
নদীপথে সোনার তরী ৮৪৮৭ বার ০ টি
অনাদৃত সোনার তরী ৪৯০৪ বার ০ টি
মানসসুন্দরী সোনার তরী ১৭৯৮১ বার ০ টি
প্রতীক্ষা সোনার তরী ১৭৭৮৫ বার ০ টি
সমুদ্রের প্রতি সোনার তরী ১২২৬৭ বার ০ টি
যেতে নাহি দিব সোনার তরী ১২০৭৩৪ বার ২ টি
আকাশের চাঁদ সোনার তরী ১৭৯১০ বার ০ টি
দুই পাখি সোনার তরী ৫৪৬৪৫ বার ০ টি
বৈষ্ণব কবিতা সোনার তরী ১৩৪৮৮ বার ০ টি
পরশ-পাথর সোনার তরী ২৭০৭২ বার ০ টি
হিং টিং ছট্‌ সোনার তরী ১৩৮৪৯ বার ০ টি
বর্ষাযাপন সোনার তরী ১৮৪৬৫ বার ০ টি
সোনার বাঁধন সোনার তরী ৪৭৩৫ বার ০ টি
তোমরা ও আমরা সোনার তরী ৬২৬৪ বার ০ টি
সুপ্তোত্থিতা সোনার তরী ৪৩৭৮ বার ০ টি
নিদ্রিতা সোনার তরী ১০৪৬৭ বার ০ টি
রাজার ছেলে ও রাজার মেয়ে সোনার তরী ৭৩৫৮ বার ১ টি
শৈশবসন্ধ্যা সোনার তরী ৯৬১৪ বার ০ টি
বিম্ববতী সোনার তরী ৮৭৩৪ বার ৩ টি
সোনার তরী সোনার তরী ১৯৬৭৯৯ বার ৩ টি
ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা গীতাঞ্জলি ২৮১৬৬ বার ০ টি
দিবস যদি সাঙ্গ হল, না যদি গাহে পাখি গীতাঞ্জলি ৬৮৪২ বার ০ টি
শেষের মধ্যে অশেষ আছে গীতাঞ্জলি ১৯৫৫১ বার ০ টি
মনে করি এইখানে শেষ গীতাঞ্জলি ৮৬৫৫ বার ০ টি
গান গাওয়ালে আমায় তুমি গীতাঞ্জলি ৬৫৪৩ বার ১ টি
প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে গীতাঞ্জলি ৩৩৩৬৩ বার ২ টি
সংসারেতে আর-যাহারা গীতাঞ্জলি ৪৮৮০ বার ০ টি
প্রেমের হাতে ধরা দেব গীতাঞ্জলি ১৭৭৬৬ বার ০ টি
তোমার সাথে নিত্য বিরোধ গীতাঞ্জলি ৯০৬৫ বার ০ টি
জীবনে যা চিরদিন গীতাঞ্জলি ৮৯৪২ বার ০ টি
একটি নমস্কারে, প্রভু গীতাঞ্জলি ৫১৩৫ বার ০ টি
জীবনে যত পূজা গীতাঞ্জলি ১০২৮০ বার ০ টি
তোমার দয়া যদি গীতাঞ্জলি ৫১৩১ বার ০ টি
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই গীতাঞ্জলি ৪০১৭ বার ০ টি
নামটা যেদিন ঘুচাবে, নাথ গীতাঞ্জলি ২৩১৫ বার ০ টি
আমার নামটা দিয়ে ঢেকে রাখি যারে গীতাঞ্জলি ৪৬১৭ বার ০ টি
যাবার দিনে এই কথাটি গীতাঞ্জলি ১২৯৯৮ বার ০ টি
মনকে, আমার কায়াকে গীতাঞ্জলি ২৫৬৯ বার ০ টি
ওরে মাঝি, ওরে আমার গীতাঞ্জলি ৯৩৭৯ বার ০ টি
যা দিয়েছ আমার এ প্রাণ ভরি গীতাঞ্জলি ৮৫৪০ বার ০ টি
তোমায় আমার প্রভু করে রাখি গীতাঞ্জলি ৩৪০১ বার ০ টি
আমার চিত্ত তোমায় নিত্য হবে গীতাঞ্জলি ৩৯৪৮ বার ০ টি
যতকাল তুই শিশুর মতো গীতাঞ্জলি ৩০৭৯ বার ০ টি
যখন আমায় বাঁধ আগে পিছে গীতাঞ্জলি ২২৪৮ বার ০ টি
যেন শেষ গানে মোর সব রাগিণী পূরে গীতাঞ্জলি ২৩৭৪ বার ০ টি
তোমায় খোঁজা শেষ হবে না মোর গীতাঞ্জলি ১৩২৭৩ বার ০ টি
গান দিয়ে যে তোমায় খুঁজি গীতাঞ্জলি ৮০৭৮ বার ০ টি
দুঃস্বপন কোথা হতে এসে গীতাঞ্জলি ২৩৮৮ বার ০ টি
আমার মাঝে তোমার লীলা হবে গীতাঞ্জলি ৮৩৫২ বার ০ টি
গাবার মতো হয় নি কোনো গান গীতাঞ্জলি ২৪৪৪ বার ০ টি
জড়িয়ে গেছে সরু মোটা গীতাঞ্জলি ৩১৭৫ বার ০ টি
রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে গীতাঞ্জলি ২৭৩৩ বার ০ টি
নিন্দা দুঃখে অপমানে গীতাঞ্জলি ৫৫২৫ বার ০ টি
আমার এ গান ছেড়েছে তার গীতাঞ্জলি ২৮৪২ বার ০ টি
ভেবেছিনু মনে যা হবার তারি শেষে গীতাঞ্জলি ৩১৪৩ বার ০ টি
প্রভুগৃহ হতে আসিলে যেদিন গীতাঞ্জলি ২১৫২ বার ০ টি
মানের আসন, আরামশয়ন গীতাঞ্জলি ১৯৯৩ বার ০ টি
তাই তোমার আনন্দ আমার 'পর গীতাঞ্জলি ৫৭৯৮ বার ০ টি
সীমার মাঝে, অসীম, তুমি গীতাঞ্জলি ১১৪৬৬ বার ০ টি
ভজন পূজন সাধন আরাধনা গীতাঞ্জলি ১৩৬৫৩ বার ০ টি
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে গীতাঞ্জলি ৩৪৫৩ বার ০ টি
যাত্রী আমি ওরে গীতাঞ্জলি ৪০৩৯ বার ০ টি
দয়া করে ইচ্ছা করে আপনি ছোটো হয়ে গীতাঞ্জলি ৪২২৬ বার ০ টি
মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে গীতাঞ্জলি ২১৭৯০ বার ০ টি
নদীপারের এই আষাঢ়ের গীতাঞ্জলি ২৫৭৬ বার ০ টি
কে বলে সব ফেলে যাবি গীতাঞ্জলি ২৮৯০ বার ০ টি
গর্ব করে নিই নে ও নাম, জান অন্তর্যামী গীতাঞ্জলি ৩৬৮৬ বার ০ টি
আছে আমার হৃদয় আছে ভরে গীতাঞ্জলি ৮৬৩৪ বার ০ টি
ছাড়িস নে ধরে থাক এঁটে গীতাঞ্জলি ২৪৭৯ বার ০ টি
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান গীতাঞ্জলি ২৬৫৩২ বার ০ টি
যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন গীতাঞ্জলি ৫৩৬২ বার ০ টি
হে মোর চিত্ত, পূণ্য তীর্থে গীতাঞ্জলি ৮৩৬৫ বার ০ টি
আর আমায় আমি নিজের শিরে গীতাঞ্জলি ২৪১৭ বার ০ টি
আমি চেয়ে আছি তোমাদের সবাপানে গীতাঞ্জলি ৫১৫৬ বার ০ টি
একলা আমি বাহির হলেম গীতাঞ্জলি ১৫৭১১ বার ০ টি
এই মোর সাধ যেন এ জীবনমাঝে গীতাঞ্জলি ২৬৪২ বার ০ টি
হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ গীতাঞ্জলি ৪১৭৬ বার ০ টি
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে গীতাঞ্জলি ১০৩০৭ বার ০ টি
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে গীতাঞ্জলি ৩৮৫৮০ বার ০ টি
মুখ ফিরায়ে রব তোমার পানে গীতাঞ্জলি ৩৩৬৯ বার ০ টি
ফুলের মতন আপনি ফুটাও গান গীতাঞ্জলি ২০১৫০ বার ০ টি
যেথায় তোমার লুট হতেছে ভুবনে গীতাঞ্জলি ২৮৩৬ বার ০ টি
ডাকো ডাকো ডাকো আমারে গীতাঞ্জলি ২৬১৬ বার ০ টি
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো গীতাঞ্জলি ৫২৬০ বার ০ টি
তুমি যে কাজ করছ, আমায় গীতাঞ্জলি ৩২১৫ বার ০ টি
দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে গীতাঞ্জলি ৩৬৪২ বার ০ টি
এই করেছ ভালো, নিঠুর গীতাঞ্জলি ৫৪৪৮ বার ০ টি
আরো আঘাত সইবে আমার গীতাঞ্জলি ৫০১৬ বার ০ টি
আমার এ প্রেম নয় তো ভীরু গীতাঞ্জলি ৮৫১৬ বার ০ টি
চাই গো আমি তোমারে চাই গীতাঞ্জলি ১৩৮৮১ বার ০ টি
ছিন্ন করে লও হে মোরে গীতাঞ্জলি ৪২৭৬ বার ০ টি
আমারে যদি জাগালে আজি নাথ গীতাঞ্জলি ২০৮৪ বার ০ টি
একা আমি ফিরব না আর গীতাঞ্জলি ৮৫২২ বার ১ টি
আমার একলা ঘরের আড়াল ভেঙে গীতাঞ্জলি ৮৫২৯ বার ০ টি
কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি গীতাঞ্জলি ১০৭৭১ বার ০ টি
এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রাণ গীতাঞ্জলি ২৯৬৪ বার ০ টি
তারা তোমার নামে বাটের মাঝে গীতাঞ্জলি ১৮৩০ বার ০ টি
তারা দিনের বেলা এসেছিল গীতাঞ্জলি ২৫৮৪ বার ০ টি
ধায় যেন মোর সকল ভালোবাসা গীতাঞ্জলি ৭০৬৪ বার ০ টি
তুমি যখন গান গাহিতে বল গীতাঞ্জলি ২৪৮৮ বার ০ টি
চিরজনমের বেদনা গীতাঞ্জলি ৪২৫৩ বার ০ টি
সভা যখন ভাঙবে তখন গীতাঞ্জলি ৩০২৮ বার ০ টি
দয়া দিয়ে হবে গো মোর গীতাঞ্জলি ৩৮৪৫ বার ০ টি
বজ্রে তোমার বাজে বাঁশি গীতাঞ্জলি ৩২১৮ বার ০ টি
সবা হতে রাখব তোমায় গীতাঞ্জলি ২৫০৫ বার ০ টি
যতবার আলো জ্বালাতে চাই গীতাঞ্জলি ৯০৯৯ বার ০ টি
ওগো মৌন, না যদি কও গীতাঞ্জলি ৩৫৮৪ বার ০ টি
চিত্ত আমার হারাল আজ গীতাঞ্জলি ২৫৬৬ বার ০ টি
ওই যে তরী দিল খুলে গীতাঞ্জলি ১৯৫৫ বার ০ টি
আমার খেলা যখন ছিল তোমার সনে গীতাঞ্জলি ৪৯১৬ বার ০ টি
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে গীতাঞ্জলি ১৩৯২১ বার ০ টি
তোমার প্রেম যে বইতে পারি গীতাঞ্জলি ৯১৮৪ বার ০ টি
কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে গীতাঞ্জলি ৫৩৮৩ বার ০ টি
একটি একটি করে তোমার গীতাঞ্জলি ২৮১০ বার ০ টি
মেনেছি, হার মেনেছি গীতাঞ্জলি ৩৩৬৯ বার ০ টি
তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি গীতাঞ্জলি ২৩৮৮ বার ০ টি
সে যে পাশে এসে বসেছিল গীতাঞ্জলি ৮৪৪৯ বার ০ টি
বিশ্ব যখন নিদ্রামগন গীতাঞ্জলি ৩৬৪৮ বার ০ টি
এবার নীরব করে দাও হে তোমার গীতাঞ্জলি ৮৫৩৩ বার ০ টি
জীবন যখন শুকায়ে যায় গীতাঞ্জলি ২৮৭৩৬ বার ১ টি
তুমি এবার আমায় লহো হে নাথ, লহো গীতাঞ্জলি ২২৬১ বার ০ টি
তব সিংহাসনের আসন হতে গীতাঞ্জলি ২৪৮৮ বার ০ টি
আজি বসন্ত জাগ্রত দ্বারে গীতাঞ্জলি ৪৮৯২৪ বার ০ টি
আজি গন্ধবিধুর সমীরণে গীতাঞ্জলি ২১০৬ বার ০ টি
নামাও নামাও আমায় তোমার গীতাঞ্জলি ১৮০৪ বার ০ টি
কোন্‌ আলোতে প্রাণের প্রদীপ গীতাঞ্জলি ২৫০৪ বার ০ টি
নিভৃত প্রাণের দেবতা গীতাঞ্জলি ২৪০০ বার ০ টি
হেথায় তিনি কোল পেতেছেন গীতাঞ্জলি ১৭৪৭ বার ০ টি
আকাশতলে উঠল ফুটে গীতাঞ্জলি ২৯৮৯ বার ০ টি
রূপসাগরে ডুব দিয়েছি গীতাঞ্জলি ৫২৯৫ বার ০ টি
আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব গীতাঞ্জলি ২৬২৯ বার ০ টি
আলোয় আলোকময় ক'রে হে গীতাঞ্জলি ৩৫১৪ বার ০ টি
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ গীতাঞ্জলি ৪৬৮৪ বার ০ টি
প্রভু, আজি তোমার দক্ষিণ হাত গীতাঞ্জলি ১৭০৯ বার ০ টি
গায়ে আমার পুলক লাগে গীতাঞ্জলি ২৪৩৭ বার ০ টি
এই মলিন বস্ত্র ছাড়তে হবে গীতাঞ্জলি ২১৪৫ বার ০ টি
যা হারিয়ে যায় তা আগলে বসে গীতাঞ্জলি ৬৬৬৭ বার ০ টি
হেথা যে গান গাইতে আসা আমার গীতাঞ্জলি ২২৬২ বার ০ টি
শরতে আজ কোন্‌ অতিথি গীতাঞ্জলি ৩৮২৯ বার ০ টি
নিশার স্বপন ছুটল রে, এই গীতাঞ্জলি ১৪০৩ বার ০ টি
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে গীতাঞ্জলি ৩৯৬৯ বার ০ টি
এসো হে এসো, সজল ঘন গীতাঞ্জলি ৩৫১৯ বার ০ টি
আমার মিলন লাগি তুমি গীতাঞ্জলি ৮৫২৫ বার ০ টি
আবার এরা ঘিরেছে মোর মন গীতাঞ্জলি ১৬৬২ বার ০ টি
দাও হে আমার ভয় ভেঙে দাও গীতাঞ্জলি ৩০৫২ বার ০ টি
আমি হেথায় থাকি শুধু গীতাঞ্জলি ১৯৮৭ বার ০ টি
এই তো তোমার প্রেম, ওগো গীতাঞ্জলি ৩৫৯৪ বার ০ টি
ধনে জনে আছি জড়ায়ে হায় গীতাঞ্জলি ১৬৪৩ বার ০ টি
প্রভু তোমা লাগি আঁখি জাগে গীতাঞ্জলি ৩৫৭১ বার ০ টি
আজ বারি ঝরে ঝর ঝর গীতাঞ্জলি ৬৯৮৯ বার ০ টি
আর নাই রে বেলা, নামল ছায়া গীতাঞ্জলি ১৯৪৮ বার ০ টি
হেরি অহরহ তোমারি বিরহ গীতাঞ্জলি ১৮৪৪১ বার ০ টি
যদি তোমার দেখা না পাই প্রভু গীতাঞ্জলি ৬০৭৬ বার ০ টি
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে গীতাঞ্জলি ১১০৩৭ বার ০ টি
তুমি কেমন করে গান কর যে গুণী গীতাঞ্জলি ৮৪২৮ বার ১ টি
জানি জানি কোন্‌ আদি কাল হতে গীতাঞ্জলি ২১৪৩ বার ০ টি
আজি ঝড়ের রাতে তোমার অভিসার গীতাঞ্জলি ১৬১৭৮ বার ২ টি
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল গীতাঞ্জলি ২৯৪৫ বার ০ টি
আজি শ্রাবণ ঘন গহন মোহে গীতাঞ্জলি ১৫৫৭৫ বার ০ টি
কোথায় আলো গীতাঞ্জলি ১১৯২০ বার ০ টি
মেঘের পরে মেঘ জমেছে গীতাঞ্জলি ৪০৭০৯ বার ০ টি
জগৎ জুড়ে উদার সুরে গীতাঞ্জলি ৩২৭৫ বার ০ টি
জননী, তোমার করুণ চরণখানি গীতাঞ্জলি ৪৩৮০ বার ০ টি
আমার নয়ন-ভুলানো এলে গীতাঞ্জলি ১১৪১৪ বার ১ টি
অমল ধবল পালে লেগেছে গীতাঞ্জলি ৫১৩২ বার ০ টি
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ গীতাঞ্জলি ৪৭৬৬ বার ০ টি
তোমার সোনার থালায় সাজাব আজ গীতাঞ্জলি ২৫৫০ বার ০ টি
আনন্দেরই সাগর থেকে গীতাঞ্জলি ৪৮৮০ বার ০ টি
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় গীতাঞ্জলি ১৭৮০৩ বার ০ টি
তুমি নব নব রূপে এসো প্রাণে গীতাঞ্জলি ১৩৩৮২ বার ০ টি
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে গীতাঞ্জলি ৮২৬৭ বার ০ টি
অন্তর মম বিকশিত করো গীতাঞ্জলি ৩৮৫১৬ বার ০ টি
বিপদে মোরে রক্ষা করো গীতাঞ্জলি ৭৩১৯৬ বার ০ টি
কত অজানারে জানাইলে তুমি গীতাঞ্জলি ১১৯৭১ বার ০ টি
আমি বহু বাসনায় প্রাণপণে চাই গীতাঞ্জলি ১১৯৪৩ বার ০ টি
আমার মাথা নত করে দাও হে তোমার গীতাঞ্জলি ৩০২৫২ বার ০ টি
চিত্ত তোমায় নিত্য হবে গীতাঞ্জলি ৮৫২৯ বার ০ টি
আমাদের ছোট নদী সংকলিত (রবীন্দ্রনাথ ঠাকুর) ১৬৮৪৫৪ বার ৩ টি