রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর (৮ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫ বৈশাখ, ১২৬৮ - ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।

রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তাঁর "অভিলাষ" কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা।

১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন।[২৩] ১৯০২ সালে তাঁর পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। ১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। ১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। ১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈত্রিক বাসভবনেই তাঁর মৃত্যু হয়।


আজ পর্যন্ত এই ওয়েবসাইটে রবীন্দ্রনাথ ঠাকুর এর ২৪৬টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা কাব্যগ্রন্থ পঠিত মন্তব্য
পুরাতন বৎসরের জীর্ণক্লান্ত রাত্রি বলাকা ৩২৪৪৯ বার ০ টি
যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে বলাকা ২৩৬৬০ বার ০ টি
ভাবনা নিয়ে মরিস কেন খেপে বলাকা ২৬৭৬১ বার ১ টি
তোমারে কি বারবার করেছিনু অপমান বলাকা ২০৩২৭ বার ০ টি
যে-কথা বলিতে চাই বলাকা ৫৫৭৪৬ বার ৪ টি
এইক্ষণে বলাকা ২৪৪৯৮ বার ১ টি
যেদিন উদিলে তুমি, বিশ্বকবি, দূর সিন্ধুপারে বলাকা ৬২১৩ বার ০ টি
সর্বদেহের ব্যাকুলতা কী বলতে চায় বাণী বলাকা ৭৮১৯ বার ০ টি
দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন, ওরে দীন বলাকা ১৬২৬০ বার ০ টি
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা বলাকা ২৮৮২৭ বার ০ টি
আজ প্রভাতের আকাশটি এই বলাকা ১৭৯৮০ বার ০ টি
আমার মনের জানলাটি আজ হঠাৎ গেল খুলে বলাকা ১৮৯০১ বার ০ টি
জানি আমার পায়ের শব্দ রাত্রে দিনে শুনতে তুমি পাও বলাকা ১৫৫৬১ বার ১ টি
আজ এই দিনের শেষে বলাকা ১৬৭১২ বার ০ টি
নিত্য তোমার পায়ের কাছে বলাকা ১২৪২১ বার ০ টি
এই দেহটির ভেলা নিয়ে দিয়েছি সাঁতার গো বলাকা ৮২০২ বার ০ টি
যেদিন তুমি আপনি ছিলে একা বলাকা ২৬৮৩২ বার ১ টি
পাখিরে দিয়েছ গান, গায় সেই গান বলাকা ৫৯৫০ বার ০ টি
আমার কাছে রাজা আমার রইল অজানা বলাকা ৬৮০৯ বার ০ টি
এবারে ফাল্গুনের দিনে সিন্ধুতীরের কুঞ্জবীথিকায় বলাকা ১৫৮৮৬ বার ০ টি
যে-বসন্ত একদিন করেছিল কত কোলাহল বলাকা ১১৩১৪ বার ০ টি
স্বর্গ কোথায় জানিস কি তা ভাই বলাকা ১৩৫৩৬ বার ০ টি
কোন্‌ ক্ষণে বলাকা ৮১০৭ বার ০ টি
যখন আমায় হাতে ধরে বলাকা ১২৯৬২ বার ০ টি
ওরে তোদের ত্বর সহে না আর? বলাকা ৪০৩৯ বার ০ টি
আনন্দ-গান উঠুক তবে বাজি বলাকা ১৪০১১ বার ০ টি
আমি যে বেসেছি ভালো এই জগতেরে বলাকা ১৯৩৫৭ বার ০ টি
যতক্ষণ স্থির হয়ে থাকি বলাকা ৭০৩৫ বার ০ টি
হে ভুবন বলাকা ৭৭৮১ বার ০ টি
বিশ্বের বিপুল বস্তুরাশি বলাকা ৪৭৮২ বার ০ টি
মোর গান এরা সব শৈবালের দল বলাকা ৪৫৬৬ বার ০ টি
কত লক্ষ বরষের তপস্যার ফলে বলাকা ৫৫১৩ বার ০ টি
পউষের পাতা-ঝরা তপোবনে বলাকা ৮৬৪৯ বার ০ টি
তুমি দেবে, তুমি মোরে দেবে বলাকা ৬৯১৬ বার ০ টি
হে মোর সুন্দর বলাকা ৮৩৭৯ বার ০ টি
হে প্রিয়, আজি এ প্রাতে বলাকা ১০১৯৬ বার ০ টি
কে তোমারে দিল প্রাণ বলাকা ৬৯৭০ বার ০ টি
হে বিরাট নদী বলাকা ৯০৮৩ বার ০ টি
এ কথা জানিতে তুমি, ভারত-ঈশ্বর শা-জাহান বলাকা ২৩৩৩১ বার ০ টি
তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা বলাকা ৪২১৮৪ বার ০ টি
মত্ত সাগর দিল পাড়ি গহন রাত্রিকালে বলাকা ৬৪৫১ বার ০ টি
তোমার শঙ্খ ধুলায় প'ড়ে বলাকা ১৫২৬৭ বার ০ টি
আমরা চলি সমুখপানে বলাকা ১৬৫৬৩ বার ০ টি
এবার যে ওই এল সর্বনেশে গো বলাকা ৫৯০৩ বার ০ টি
ওরে নবীন, ওরে আমার কাঁচা বলাকা ৫৭৭৭৮ বার ১ টি
উৎসর্গ বলাকা ৮৬৮৯ বার ০ টি
নিরুদ্দেশ যাত্রা সোনার তরী ৩৬৯৪৮ বার ০ টি
কণ্টকের কথা সোনার তরী ৫৫৯৯ বার ০ টি
অচল স্মৃতি সোনার তরী ১৩৯৮২ বার ০ টি
আত্মসমর্পণ সোনার তরী ১৬৬০৭ বার ০ টি
দরিদ্রা সোনার তরী ৭৭৩৮ বার ০ টি
অক্ষমা সোনার তরী ৫৬২১ বার ০ টি
মুক্তি সোনার তরী ২৬৩০৭ বার ০ টি
গতি সোনার তরী ৫৪৬৫ বার ০ টি
বন্ধন সোনার তরী ১০২৪৬ বার ০ টি
খেলা সোনার তরী ১২০২৩ বার ০ টি
মায়াবাদ সোনার তরী ৬২৪৩ বার ০ টি
বসুন্ধরা সোনার তরী ১৭৭৩০ বার ০ টি
পুরস্কার সোনার তরী ৮৯৫১ বার ০ টি
লজ্জা সোনার তরী ১৫৪৯০ বার ০ টি
প্রত্যাখ্যান সোনার তরী ৮২০০ বার ০ টি
ভরা ভাদরে সোনার তরী ৫১৯৪ বার ০ টি
ব্যর্থ যৌবন সোনার তরী ১৪৫৪৩ বার ০ টি
হৃদয়যমুনা সোনার তরী ৫৭৯৪ বার ০ টি
ঝুলন সোনার তরী ১০৩৮৭ বার ০ টি
দুর্বোধ সোনার তরী ১০৮৬৩ বার ০ টি
বিশ্বনৃত্য সোনার তরী ১০৪৬২ বার ০ টি
দেউল সোনার তরী ৫৭৪৬ বার ০ টি
নদীপথে সোনার তরী ৯৪২৮ বার ০ টি
অনাদৃত সোনার তরী ৫৭৮৯ বার ০ টি
মানসসুন্দরী সোনার তরী ১৯৯১৮ বার ০ টি
প্রতীক্ষা সোনার তরী ১৯৯০৬ বার ০ টি
সমুদ্রের প্রতি সোনার তরী ১৪০৭১ বার ০ টি
যেতে নাহি দিব সোনার তরী ১৩১৮৩৮ বার ২ টি
আকাশের চাঁদ সোনার তরী ২০১৪১ বার ০ টি
দুই পাখি সোনার তরী ৬৬০০২ বার ০ টি
বৈষ্ণব কবিতা সোনার তরী ১৫৪৪২ বার ০ টি
পরশ-পাথর সোনার তরী ৩১৩০৯ বার ০ টি
হিং টিং ছট্‌ সোনার তরী ১৭৪৮০ বার ০ টি
বর্ষাযাপন সোনার তরী ২২৯৯৪ বার ০ টি
সোনার বাঁধন সোনার তরী ৫৪৯৮ বার ০ টি
তোমরা ও আমরা সোনার তরী ৭৩৮৭ বার ০ টি
সুপ্তোত্থিতা সোনার তরী ৫২৮৫ বার ০ টি
নিদ্রিতা সোনার তরী ১২৫২০ বার ০ টি
রাজার ছেলে ও রাজার মেয়ে সোনার তরী ৮২৫৮ বার ১ টি
শৈশবসন্ধ্যা সোনার তরী ১০৯৮৯ বার ০ টি
বিম্ববতী সোনার তরী ১০৩১৪ বার ৩ টি
সোনার তরী সোনার তরী ২৫০৭৮৪ বার ৪ টি
ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা গীতাঞ্জলি ৩০৪৯৩ বার ০ টি
দিবস যদি সাঙ্গ হল, না যদি গাহে পাখি গীতাঞ্জলি ৭৬৮৬ বার ০ টি
শেষের মধ্যে অশেষ আছে গীতাঞ্জলি ২১২৯৬ বার ০ টি
মনে করি এইখানে শেষ গীতাঞ্জলি ১০০১৮ বার ০ টি
গান গাওয়ালে আমায় তুমি গীতাঞ্জলি ৭৪২৫ বার ১ টি
প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে গীতাঞ্জলি ৩৪৮০৫ বার ২ টি
সংসারেতে আর-যাহারা গীতাঞ্জলি ৫৬৮৫ বার ০ টি
প্রেমের হাতে ধরা দেব গীতাঞ্জলি ১৯৫৪০ বার ০ টি
তোমার সাথে নিত্য বিরোধ গীতাঞ্জলি ১০২০৮ বার ০ টি
জীবনে যা চিরদিন গীতাঞ্জলি ১০১৫১ বার ০ টি
একটি নমস্কারে, প্রভু গীতাঞ্জলি ৬০৮৭ বার ০ টি
জীবনে যত পূজা গীতাঞ্জলি ১২০৩২ বার ০ টি
তোমার দয়া যদি গীতাঞ্জলি ৫৯৪৯ বার ০ টি
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই গীতাঞ্জলি ৪৬৬২ বার ০ টি
নামটা যেদিন ঘুচাবে, নাথ গীতাঞ্জলি ২৭৩৯ বার ০ টি
আমার নামটা দিয়ে ঢেকে রাখি যারে গীতাঞ্জলি ৫২৩৮ বার ০ টি
যাবার দিনে এই কথাটি গীতাঞ্জলি ১৫০১৯ বার ০ টি
মনকে, আমার কায়াকে গীতাঞ্জলি ৩০৮৩ বার ০ টি
ওরে মাঝি, ওরে আমার গীতাঞ্জলি ৯৯৫৯ বার ০ টি
যা দিয়েছ আমার এ প্রাণ ভরি গীতাঞ্জলি ৯৬৬৩ বার ০ টি
তোমায় আমার প্রভু করে রাখি গীতাঞ্জলি ৪০৩৯ বার ০ টি
আমার চিত্ত তোমায় নিত্য হবে গীতাঞ্জলি ৪৪৯৩ বার ০ টি
যতকাল তুই শিশুর মতো গীতাঞ্জলি ৩৫৮৩ বার ০ টি
যখন আমায় বাঁধ আগে পিছে গীতাঞ্জলি ২৮৩১ বার ০ টি
যেন শেষ গানে মোর সব রাগিণী পূরে গীতাঞ্জলি ২৮২৯ বার ০ টি
তোমায় খোঁজা শেষ হবে না মোর গীতাঞ্জলি ১৪৮১২ বার ০ টি
গান দিয়ে যে তোমায় খুঁজি গীতাঞ্জলি ১০৪৪৪ বার ০ টি
দুঃস্বপন কোথা হতে এসে গীতাঞ্জলি ২৭৮৫ বার ০ টি
আমার মাঝে তোমার লীলা হবে গীতাঞ্জলি ৯১৭১ বার ০ টি
গাবার মতো হয় নি কোনো গান গীতাঞ্জলি ২৮৩৯ বার ০ টি
জড়িয়ে গেছে সরু মোটা গীতাঞ্জলি ৩৬২২ বার ০ টি
রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে গীতাঞ্জলি ৩২৩৩ বার ০ টি
নিন্দা দুঃখে অপমানে গীতাঞ্জলি ৬২৮৩ বার ০ টি
আমার এ গান ছেড়েছে তার গীতাঞ্জলি ৩৩১০ বার ০ টি
ভেবেছিনু মনে যা হবার তারি শেষে গীতাঞ্জলি ৩৭৫৬ বার ০ টি
প্রভুগৃহ হতে আসিলে যেদিন গীতাঞ্জলি ২৫৪৪ বার ০ টি
মানের আসন, আরামশয়ন গীতাঞ্জলি ২৪৪৩ বার ০ টি
তাই তোমার আনন্দ আমার 'পর গীতাঞ্জলি ৬৫৪০ বার ০ টি
সীমার মাঝে, অসীম, তুমি গীতাঞ্জলি ১৩৮৫৬ বার ০ টি
ভজন পূজন সাধন আরাধনা গীতাঞ্জলি ১৬৫৭৫ বার ০ টি
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে গীতাঞ্জলি ৪০৮৫ বার ০ টি
যাত্রী আমি ওরে গীতাঞ্জলি ৪৬০২ বার ০ টি
দয়া করে ইচ্ছা করে আপনি ছোটো হয়ে গীতাঞ্জলি ৪৭৩০ বার ০ টি
মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে গীতাঞ্জলি ২৪০৫৪ বার ০ টি
নদীপারের এই আষাঢ়ের গীতাঞ্জলি ৩০২৫ বার ০ টি
কে বলে সব ফেলে যাবি গীতাঞ্জলি ৩৪১০ বার ০ টি
গর্ব করে নিই নে ও নাম, জান অন্তর্যামী গীতাঞ্জলি ৪২৩৩ বার ০ টি
আছে আমার হৃদয় আছে ভরে গীতাঞ্জলি ৯৯৪১ বার ০ টি
ছাড়িস নে ধরে থাক এঁটে গীতাঞ্জলি ২৯৩৭ বার ০ টি
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান গীতাঞ্জলি ৩২৪৪৩ বার ০ টি
যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন গীতাঞ্জলি ৬৩৮১ বার ০ টি
হে মোর চিত্ত, পূণ্য তীর্থে গীতাঞ্জলি ৯৬০৭ বার ০ টি
আর আমায় আমি নিজের শিরে গীতাঞ্জলি ২৮৮৩ বার ০ টি
আমি চেয়ে আছি তোমাদের সবাপানে গীতাঞ্জলি ৫৮১৪ বার ০ টি
একলা আমি বাহির হলেম গীতাঞ্জলি ১৭০৫০ বার ০ টি
এই মোর সাধ যেন এ জীবনমাঝে গীতাঞ্জলি ৩১০৬ বার ০ টি
হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ গীতাঞ্জলি ৪৮১১ বার ০ টি
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে গীতাঞ্জলি ১১৯০৭ বার ০ টি
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে গীতাঞ্জলি ৪৬০৯৬ বার ০ টি
মুখ ফিরায়ে রব তোমার পানে গীতাঞ্জলি ৩৮৫৩ বার ০ টি
ফুলের মতন আপনি ফুটাও গান গীতাঞ্জলি ২২৩০৮ বার ০ টি
যেথায় তোমার লুট হতেছে ভুবনে গীতাঞ্জলি ৩৩৬৩ বার ০ টি
ডাকো ডাকো ডাকো আমারে গীতাঞ্জলি ৩০৯৭ বার ০ টি
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো গীতাঞ্জলি ৬১৬৫ বার ০ টি
তুমি যে কাজ করছ, আমায় গীতাঞ্জলি ৩৬৫৩ বার ০ টি
দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে গীতাঞ্জলি ৪২৭৮ বার ০ টি
এই করেছ ভালো, নিঠুর গীতাঞ্জলি ৬৪০০ বার ০ টি
আরো আঘাত সইবে আমার গীতাঞ্জলি ৫৫৩৮ বার ০ টি
আমার এ প্রেম নয় তো ভীরু গীতাঞ্জলি ৯৪৮৩ বার ০ টি
চাই গো আমি তোমারে চাই গীতাঞ্জলি ১৫২৫৫ বার ০ টি
ছিন্ন করে লও হে মোরে গীতাঞ্জলি ৪৮৪৮ বার ০ টি
আমারে যদি জাগালে আজি নাথ গীতাঞ্জলি ২৪৭৯ বার ০ টি
একা আমি ফিরব না আর গীতাঞ্জলি ৯৪০০ বার ১ টি
আমার একলা ঘরের আড়াল ভেঙে গীতাঞ্জলি ৯৬৩৩ বার ০ টি
কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি গীতাঞ্জলি ১১৯২১ বার ০ টি
এই জ্যোৎস্নারাতে জাগে আমার প্রাণ গীতাঞ্জলি ৩৪১৩ বার ০ টি
তারা তোমার নামে বাটের মাঝে গীতাঞ্জলি ২২৬০ বার ০ টি
তারা দিনের বেলা এসেছিল গীতাঞ্জলি ৩০৬২ বার ০ টি
ধায় যেন মোর সকল ভালোবাসা গীতাঞ্জলি ৮২৮২ বার ০ টি
তুমি যখন গান গাহিতে বল গীতাঞ্জলি ৩৫২৭ বার ০ টি
চিরজনমের বেদনা গীতাঞ্জলি ৫০৪১ বার ০ টি
সভা যখন ভাঙবে তখন গীতাঞ্জলি ৩৫৪৫ বার ০ টি
দয়া দিয়ে হবে গো মোর গীতাঞ্জলি ৪৩৫৬ বার ০ টি
বজ্রে তোমার বাজে বাঁশি গীতাঞ্জলি ৩৭৪৩ বার ০ টি
সবা হতে রাখব তোমায় গীতাঞ্জলি ২৯৯২ বার ০ টি
যতবার আলো জ্বালাতে চাই গীতাঞ্জলি ১০২৩৬ বার ০ টি
ওগো মৌন, না যদি কও গীতাঞ্জলি ৪১৯৪ বার ০ টি
চিত্ত আমার হারাল আজ গীতাঞ্জলি ৩০৪০ বার ০ টি
ওই যে তরী দিল খুলে গীতাঞ্জলি ২৩৯৩ বার ০ টি
আমার খেলা যখন ছিল তোমার সনে গীতাঞ্জলি ৫৫৮৬ বার ০ টি
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে গীতাঞ্জলি ১৬২১৫ বার ০ টি
তোমার প্রেম যে বইতে পারি গীতাঞ্জলি ১০৩৯৩ বার ০ টি
কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে গীতাঞ্জলি ৫৮৮৯ বার ০ টি
একটি একটি করে তোমার গীতাঞ্জলি ৩২৪৫ বার ০ টি
মেনেছি, হার মেনেছি গীতাঞ্জলি ৩৮৫২ বার ০ টি
তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি গীতাঞ্জলি ২৮১৩ বার ০ টি
সে যে পাশে এসে বসেছিল গীতাঞ্জলি ৯১২৭ বার ০ টি
বিশ্ব যখন নিদ্রামগন গীতাঞ্জলি ৪১৭৭ বার ০ টি
এবার নীরব করে দাও হে তোমার গীতাঞ্জলি ৯৭০০ বার ০ টি
জীবন যখন শুকায়ে যায় গীতাঞ্জলি ৩১০৪৫ বার ১ টি
তুমি এবার আমায় লহো হে নাথ, লহো গীতাঞ্জলি ২৬২৬ বার ০ টি
তব সিংহাসনের আসন হতে গীতাঞ্জলি ২৯৮৭ বার ০ টি
আজি বসন্ত জাগ্রত দ্বারে গীতাঞ্জলি ৫১৩৪৮ বার ০ টি
আজি গন্ধবিধুর সমীরণে গীতাঞ্জলি ২৫০৩ বার ০ টি
নামাও নামাও আমায় তোমার গীতাঞ্জলি ২১৫৯ বার ০ টি
কোন্‌ আলোতে প্রাণের প্রদীপ গীতাঞ্জলি ৩০৮৭ বার ০ টি
নিভৃত প্রাণের দেবতা গীতাঞ্জলি ২৮৩২ বার ০ টি
হেথায় তিনি কোল পেতেছেন গীতাঞ্জলি ২২০৭ বার ০ টি
আকাশতলে উঠল ফুটে গীতাঞ্জলি ৩৮৪১ বার ০ টি
রূপসাগরে ডুব দিয়েছি গীতাঞ্জলি ৬৪৬৩ বার ০ টি
আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব গীতাঞ্জলি ৩৩৭১ বার ০ টি
আলোয় আলোকময় ক'রে হে গীতাঞ্জলি ৫০২৩ বার ০ টি
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ গীতাঞ্জলি ৫৫৯৫ বার ০ টি
প্রভু, আজি তোমার দক্ষিণ হাত গীতাঞ্জলি ২০৫৩ বার ০ টি
গায়ে আমার পুলক লাগে গীতাঞ্জলি ২৮৮০ বার ০ টি
এই মলিন বস্ত্র ছাড়তে হবে গীতাঞ্জলি ২৫৪৭ বার ০ টি
যা হারিয়ে যায় তা আগলে বসে গীতাঞ্জলি ৭৩৯৫ বার ০ টি
হেথা যে গান গাইতে আসা আমার গীতাঞ্জলি ২৬৮৬ বার ০ টি
শরতে আজ কোন্‌ অতিথি গীতাঞ্জলি ৪২৯৫ বার ০ টি
নিশার স্বপন ছুটল রে, এই গীতাঞ্জলি ১৮২৩ বার ০ টি
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে গীতাঞ্জলি ৪৪২১ বার ০ টি
এসো হে এসো, সজল ঘন গীতাঞ্জলি ৪১৯৬ বার ০ টি
আমার মিলন লাগি তুমি গীতাঞ্জলি ৯৪৭৫ বার ০ টি
আবার এরা ঘিরেছে মোর মন গীতাঞ্জলি ২০৩২ বার ০ টি
দাও হে আমার ভয় ভেঙে দাও গীতাঞ্জলি ৩৫৬০ বার ০ টি
আমি হেথায় থাকি শুধু গীতাঞ্জলি ২৪২৫ বার ০ টি
এই তো তোমার প্রেম, ওগো গীতাঞ্জলি ৪০৯১ বার ০ টি
ধনে জনে আছি জড়ায়ে হায় গীতাঞ্জলি ১৯৯৯ বার ০ টি
প্রভু তোমা লাগি আঁখি জাগে গীতাঞ্জলি ৩৯৭৬ বার ০ টি
আজ বারি ঝরে ঝর ঝর গীতাঞ্জলি ৮১৯৪ বার ০ টি
আর নাই রে বেলা, নামল ছায়া গীতাঞ্জলি ২৩৬৭ বার ০ টি
হেরি অহরহ তোমারি বিরহ গীতাঞ্জলি ২০৪৯৩ বার ০ টি
যদি তোমার দেখা না পাই প্রভু গীতাঞ্জলি ৬৮৫১ বার ০ টি
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে গীতাঞ্জলি ১২১৯৮ বার ০ টি
তুমি কেমন করে গান কর যে গুণী গীতাঞ্জলি ৯৩৭৬ বার ১ টি
জানি জানি কোন্‌ আদি কাল হতে গীতাঞ্জলি ২৪৯২ বার ০ টি
আজি ঝড়ের রাতে তোমার অভিসার গীতাঞ্জলি ১৭৭৪৪ বার ২ টি
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল গীতাঞ্জলি ৩৪০১ বার ০ টি
আজি শ্রাবণ ঘন গহন মোহে গীতাঞ্জলি ১৮৫৮০ বার ০ টি
কোথায় আলো গীতাঞ্জলি ১৩৪০৯ বার ০ টি
মেঘের পরে মেঘ জমেছে গীতাঞ্জলি ৪৫৪১৬ বার ০ টি
জগৎ জুড়ে উদার সুরে গীতাঞ্জলি ৩৭৭৮ বার ০ টি
জননী, তোমার করুণ চরণখানি গীতাঞ্জলি ৫০৮৫ বার ০ টি
আমার নয়ন-ভুলানো এলে গীতাঞ্জলি ১২৫৭৬ বার ১ টি
অমল ধবল পালে লেগেছে গীতাঞ্জলি ৬২৪৪ বার ০ টি
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ গীতাঞ্জলি ৫৬২৮ বার ০ টি
তোমার সোনার থালায় সাজাব আজ গীতাঞ্জলি ২৯২০ বার ০ টি
আনন্দেরই সাগর থেকে গীতাঞ্জলি ৫৮০৪ বার ০ টি
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় গীতাঞ্জলি ২০৮৩৫ বার ০ টি
তুমি নব নব রূপে এসো প্রাণে গীতাঞ্জলি ১৪৭৫২ বার ০ টি
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে গীতাঞ্জলি ৮৯৭৩ বার ০ টি
অন্তর মম বিকশিত করো গীতাঞ্জলি ৪৫৫৮৯ বার ১ টি
বিপদে মোরে রক্ষা করো গীতাঞ্জলি ৯১৩৯৭ বার ০ টি
কত অজানারে জানাইলে তুমি গীতাঞ্জলি ১৫০২১ বার ০ টি
আমি বহু বাসনায় প্রাণপণে চাই গীতাঞ্জলি ১৩৭৮৪ বার ০ টি
আমার মাথা নত করে দাও হে তোমার গীতাঞ্জলি ৩৭৭১৩ বার ০ টি
চিত্ত তোমায় নিত্য হবে গীতাঞ্জলি ৯৬৪৯ বার ০ টি
আমাদের ছোট নদী সংকলিত (রবীন্দ্রনাথ ঠাকুর) ১৯৮০১৫ বার ৩ টি