কাঁপন ১৬
- তসলিমা নাসরিন---কিছুক্ষণ থাকো
০৫-০৬-২০২৩

চল্লিশে এসে ক্ষয়রোগে পড়ে আজ মরি তো কাল মরি 
এ শরীর ভয়ঙ্করী 
কি জানি কিসেতে গড়েছি 
প্রেমিক পেলেই দেখি সবে আমি ষোলোয় পড়েছি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।